প্রীতি রায় : ১১ জুলাই, ২০২০। তুলসী তলার আলো জ্বলে উঠলে , শাঁখের আওয়াজের পিছু পিছু ছুটতে ছুটতে মাঠ থেকে বাড়ি ফিরতাম ….মা বলতেন রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কয়েকটা তুলসী চিবালে রোগব্যাধি কাছে ঘেঁষে না ….বেশ মনে আছে ঠাকুমা সকালে ভিজে চুলে যখন তুলসী মূলে জল ঢালতো তখন সুর করে একটা মন্ত্র বলতো —
” তুলসী তুলসী বৃন্দাবন
তুমি তুলসী নারায়ণ ,
তোমার শিরে ঢালি জল
অন্তিমকালে দিও স্থল …”
আবার তুলসী পাতা তোলার সময়কার মন্ত্র ছিল আলাদা —-
” ডালে কৃষ্ণ , পাতায় হরি
সরে যা কৃষ্ণ , তুলসী তুলি ”
প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের এক অমূল্য রতন তুলসী …. ইংরেজি নাম : Holy Basil …. উদ্ভিদতাত্বিক নাম Ocimum tenuiflorum …. ভারতে মোট সাত রকমের তুলসীর দেখা মেলে — রাম তুলসী, কৃষ্ণ তুলসী, বন তুলসী, শ্বেত তুলসী, বাবুই তুলসী, কর্পূর তুলসী ও লেবু তুলসী …. সাধারণত জুলাই – আগস্ট মাসে আর নভেম্বর – ডিসেম্বর মাসে তুলসী মঞ্জরীর দেখা মেলে ….?
#তুলসীর_গুণাগুণ ?
তুলসীর পাতা, বীজ, শিকড়, বাকল সবই ঔষধি গুণে ভরপুর ….
ঠান্ডা লাগা, কাশি থেকে মুক্তি পেতে তুলসী পাতার রস আর মধুর মিশ্রণ অব্যর্থ ওষুধের মতো কাজ করে ….
পোকার কামড় , কাটা ছেঁড়ায় তুলসীর রস খুব কার্যকরী ….
তুলসী পাতা জলে সেদ্ধ করে সেই জলে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ দূর হয় ….
তুলসী পাতার প্রলেপে ত্বক ভালো থাকে ….
তুলসী চা অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর …. শারীরিক অবসাদ দূর করতে এর জুড়ি মেলা ভার ….
(কৃষ্ণ তুলসী, বন তুলসী, বাবুই তুলসী, লেবু তুলসী এই ছবিগুলি সংগৃহীত)
Be First to Comment