● স্বাস্থ্য-প্রযুক্তি নির্ভর উদ্যোগের মূল লক্ষ্য হল আরও স্মার্ট, সংযুক্ত ও সর্বাঙ্গীন যত্নের মাধ্যমে গ্রাহকদের স্বাস্থ্যের খেয়াল রাখা।
● বাজাজ ফিনসার্ভ নিয়ে এল, শিল্পক্ষেত্রে প্রথম, ‘আরোগ্য কেয়ার’ যোজনা- যা আপনাকে দিচ্ছে নিজের পছন্দমতো, রোগ নিবারক, প্রি-পেড স্বাস্থ্য সুরক্ষা প্যাকেজ বেছে নেওয়ার সুবিধা।
● ‘মোবাইল-ফার্স্ট’ ধর্ম মেনে চলা ‘আরোগ্য কেয়ার’-এ স্বাস্থ্যক্ষেত্রের বিভিন্ন পরিপূরক উপাদান সন্নিবিষ্ট থাকে, তাই গ্রাহকরা যে কোনও জায়গায়, যে কোনও সময়ে সর্বোন্নত অথচ সুলভ স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন।
নিউজ স্টারডম : ২৩,সেপ্টেম্বর, ২০২০: ভারতের অগ্রগণ্য আর্থিক পরিষেবা প্রদানকারী গোষ্ঠী বাজাজ ফিনসার্ভ লিমিটেড, আজ তাদের সম্পূর্ণ মালিকানাধীন সম্পূরক সংস্থা বাজাজ ফিনসার্ভ হেল্থ লিমিটেড (বিএফএইচএল)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করল। এটি একটি স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক উদ্যোগ যা স্মার্ট, সংযুক্ত ও সর্বাঙ্গীন স্বাস্থ্য-প্ল্যানের মাধ্যমে দেশের গ্রাহকদের স্বাস্থ্যের উন্নতির প্রতি খেয়াল রাখবে। এই নতুন উদ্যোগের ফলে এখন আর নিছক বিমা পরিষেবা প্রদানকারী সংস্থায় লগ্নি না করে গ্রাহকরা এমন এক সামগ্রিক স্বাস্থ্যতন্ত্রে বিনিয়োগ করতে পারবেন- যা দেশের স্বাস্থ্যক্ষেত্রে ঢেউ তুলতে চলেছে। এই উদ্যোগ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে গ্রাহকদের কাছে আরও সহজ ও সর্বব্যাপী করে তুলবে।
নতুন উদ্যোগ বাজাজ ফিনসার্ভ হেল্থ বাজারে আনছে তাদের সেরা নিবেদন, ‘আরোগ্য কেয়ার’। সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রে এমন প্রকল্প এর আগে আসেনি। এটি গ্রাহকদের নিজের পছন্দ অনুযায়ী রোগ প্রতিরোধমূলক, প্রি-পেড স্বাস্থ্য সুরক্ষা প্যাকেজ বেছে নেওয়ার সুবিধা দিচ্ছে।
মোবাইল-ফার্স্ট-এর ধর্ম মেনে চলা ‘আরোগ্য কেয়ার’-এর মধ্যে স্বাস্থ্যক্ষেত্রের বিভিন্ন পরিপূরক উপাদান সন্নিবিষ্ট থাকে যাতে গ্রাহক যে কোনও জায়গায়, যে কোনও সময়ে সর্বোন্নত অথচ সুলভ স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন।
ডিজিটাল স্বাস্থ্য-সুরক্ষা ক্ষেত্রে সাম্প্রতিকতম উদ্ভাবনগুলির দ্বারা আরও শক্তিশালী হয়ে ওঠা বাজাজ ফিনসার্ভ হেল্থ অ্যাপ গ্রাহকদের ব্যক্তিগত স্বাস্থ্য ব্যবস্থাপকের মতোই কাজ করবে- যা সুবিধাজনক, সদা-সংযুক্ত, সাশ্রয়ী স্বাস্থ্য সংক্রান্ত সমাধানসূত্রগুলি গ্রাহকের আঙুলের ডগায় এনে হাজির করবে!
এই সার্বিক যোজনার মধ্যে রয়েছে বাজাজ আলিয়ান্স জেনারেল ইনস্যুরেন্স প্রদত্ত স্বাস্থ্য বিমা এবং বাজাজ ফিনান্স-এর দেওয়া পূর্বানুমোদিত (প্রি-অ্যাপ্রুভ্ড) স্বাস্থ্য ইএমআইয়ের সুবিধা। যা অপ্রত্যাশিত ও অত্যাধিক চিকিৎসার খরচ থেকে গ্রাহকদের সুরক্ষা দেবে। কোম্পানি ইতিমধ্যেই ১১২টি হাসপাতাল সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে যাদের ভারতে ২০০টি হাসপাতাল রয়েছে। হাত মিলিয়েছে তিনটি ডায়গনস্টিক ও ল্যাবরেটরি সেন্টারের সঙ্গে যাদের ৬৭১টি গ্রাহক টাচ-পয়েন্ট রয়েছে। এ ছাড়া আমাদের প্ল্যাটফর্মে নথিভুক্ত আছেন ৯০০০-এর উপরে চিকিৎসক। বাজাজের নেটওয়ার্ক অংশীদার এই বিস্তৃত পরিষেবাপ্রদানকারীরা আমাদের হয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে।
উদ্বোধন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বাজাজ ফিনসার্ভের এমডি তথা চেয়ারম্যান সঞ্জীব বাজাজ বলেন, “গতানুগতিকতাকে ভেঙে এগিয়ে যাওয়ার ঐতিহ্য ও গ্রাহক-কেন্দ্রীক ডিজিটাল পদ্ধতি নিয়ে এগিয়ে চলা বাজাজ ফিনসার্ভ বর্তমানের বাড়তে থাকা ‘ফি-জিটাল’ বা স্বাস্থ্য-প্রযুক্তি নির্ভর বিশ্বে গ্রাহকদের আর্থিক প্রয়োজনকে সহজে মেটানোর লক্ষ্য নিয়েছে। স্বাস্থ্যই বর্তমানে সবকিছুর কেন্দ্রে রয়েছে। এই ‘আরোগ্য কেয়ার’ প্রকল্পের মাধ্যমে বাজাজ ফিনসার্ভ ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বাস্থ্য পরিষেবাকে উন্নত প্রযুক্তির মাধ্যমে এক ছাতার তলায় এনে এবং আর্থিক পরিষেবার সঙ্গে সুসংবদ্ধ করে গ্রাহকদের কাছে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছে, একই সঙ্গে তাদের চিকিৎসার খরচ সম্পর্কিত আর্থিক দুশ্চিন্তা থেকেও মুক্তি দিচ্ছে। প্রযুক্তিগত ও আর্থিক ক্ষমতার জোরে আমরা স্বাস্থ্য ব্যবস্থার ছবিটাই ঢেলে সাজাচ্ছি যাতে তা আমাদের গ্রাহকদের কাছে এক সহজ, সরল, নির্ঝঞ্ঝাট ও সদা-সংযুক্ত যাত্রা হয়ে উঠতে পারে।”
বাজাজ ফিনসার্ভ হেল্থের সিইও দেবাং মোদীর কথায়, “আমরা হলাম প্রযুক্তি-নির্ভর, স্বাস্থ্যসঞ্চালনা মঞ্চ যাদের উদ্দেশ্য গ্রাহক কেন্দ্রীক সমাধানসূত্র নিশ্চিত করা ও স্বাস্থ্য ব্যবস্থায় চাহিদা ও যোগানের যে ব্যবধান রয়েছে-তার মধ্যে সেতুবন্ধন করা। ‘আরোগ্য কেয়ার’ এ ক্ষেত্রে আমাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে এবং তার সাহায্যে আমরা স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে থাকা দেওয়াল ভেঙে দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে সাশ্রয়ী, সুলভ ও গ্রাহকদের ব্যক্তিগত পছন্দনির্ভর করে তুলতে পারব। এ’জন্য আমরা এআই ও এমএল অ্যালগরিদম ভিত্তিক উন্নত প্রযুক্তি ব্যবহার করছি যা গ্রাহক ও অংশীদার সকলকেই নিজেদের পছন্দ ও প্রয়োজনভিত্তিক মূল্য ও উপযোগিতার অভিজ্ঞতা প্রদান করবে। কারণ সবকিছুর শেষে আমরা চাইব গ্রাহকরা যেন তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সক্রিয় ও সচেতন থাকেন এবং সহজলভ্য, ব্যক্তিগত পছন্দনির্ভর রোগ প্রতিরোধমূলক এই উদ্যোগের সর্বাঙ্গীন সুফল উপভোগ করতে পারেন।”
বছরের পর বছর ধরে বাজাজ ফিনসার্ভ তাদের বিভিন্ন আর্থিক পরিষেবার মাধ্যমে গ্রাহকদের অর্থনৈতিক প্রয়োজন পূরণের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের সাক্ষী থেকেছে। হয়ে উঠেছে ভারতের বৃহত্তম ও দ্রুততম বিকাশশীল অ-ব্যাঙ্ক গ্রাহক লগ্নি উদ্যোগ এবং দু’টি বৃহত্তম ও সর্বাধিক মান্যতাপ্রাপ্ত বেসরকারি সাধারণ বিমা ও জীবন বিমা প্রদানকারী সংস্থা- যাদের শাখা সারা দেশে ছড়িয়ে এবং দেশজুড়ে যাদের এক সুবিস্তৃত গ্রাহক ভিত্তি রয়েছে।
গোষ্ঠী বাণিজ্যের মিলিত শক্তি ও ক্ষমতার জোরে ১২০ এমএম গ্রাহক ফ্র্যানচাইজি, বৃহত্তম স্বাস্থ্য ইএমআই ফিনান্সিং ও বিমা ক্ষেত্রে সেরা দাবি নিষ্পত্তির অভিজ্ঞতাসম্পন্ন বাজাজ ফিনসার্ভ গ্রাহকদের সব ধরণের প্রয়োজনে বহুমুখী সমাধানের স্বতন্ত্র ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে।
এবং এ’বার স্বাস্থ্য-প্রযুক্তি ক্ষেত্রে আমাদের প্রবেশের ফলে, দেশের বিক্ষিপ্ত স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা এক স্মার্ট স্বাস্থ্য-সমাধানসূত্রের হাত ধরে আমূল সংস্কারের সাক্ষী হতে তৈরি।
বাজাজ ফিনসার্ভ হেল্থ লিমিটেড বিষয়ে কিছু কথা
বাজাজ ফিনসার্ভ হেল্থ লিমিটেড (BFHL) কোম্পানিজ অ্যাক্ট,২০১৩-এর অধীনে নথিভুক্ত একটি পাবলিক লিমিটেড কোম্পানি এবং এটি অনলাইনে বা সুসংবদ্ধ স্বাস্থ্য পরিষেবাতন্ত্রের মাধ্যমে গ্রাহকদের সুস্বাস্থ্য, সুরক্ষা, রোগ নিরাময় সংক্রান্ত স্বাস্থ্যপরিষেবা তথা ওয়েলনেস প্ল্যান, যোজনা, উপকরণাদির বিপণন, প্রচার ও বিক্রয় সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত।
BFHL – বাজাজ ফিনসার্ভ লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন ও পৃষ্ঠপোষকতায় চলা একটি অধীনস্থ সংস্থা।
আরও জানতে ক্লিক করুন- www.bajajfinservhealth.in
বাজাজ ফিনসার্ভ লিমিটেড বিষয়ে কিছু কথা
বাজাজ গোষ্ঠীর আর্থিক পরিষেবা প্রদানকারী ব্যবসা সামলায় বাজাজ ফিনসার্ভ লিমিটেড। জার্মানির আলিয়ান্স এস ই (Allianz SE) সংস্থার সঙ্গে যৌথ অংশীদারিত্বে বাজাজ আলিয়ান্স লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও বাজাজ আলিয়ান্স জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড যথাক্রমে জীবন বিমা ও সাধারণ বিমার ব্যবসার সঙ্গে যুক্ত। এদের অধীনস্থ বাজাজ ফিনান্স লিমিটেড হল আমানত গ্রহণকারী, অ-ব্যাঙ্ক ফিনান্স কোম্পানি যা গ্রাহক ঋণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যগে ঋণ (এসএমই ফিনান্স), বাণিজ্যিক ঋণ ও সম্পদ ব্যবস্থাপনার কাজে যুক্ত।

Be First to Comment