গোপাল দেবনাথ : ৯ই অক্টোবর,২০২১: আজ ৯ অক্টোবর দুর্গাপুজোর চতুর্থী। সরকারি বিধিনিষেধ, করোনা অতিমারী এবং বৃষ্টি পিছু না ছাড়লেও সাধারণ মানুষের মধ্যে দুর্গাপুজোর এই কয়েকটা দিন মন প্রাণ ভরে দুর্গাদেবী, প্যান্ডেল ও আলোকসজ্জা দেখবেন এটাইতো স্বাভাবিক ব্যাপার। এই দুর্গোৎসবের পরেই শুরু হবে কালী মাতার পুজো। পশ্চিমবঙ্গবাসী কালী মাতার বড় ভক্ত বলে সর্বজনবিদিত আছে। কালী মাতার আরাধনা হবে সেখানে খুঁটি পুজো হবে না তা কি হয়! পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিখ্যাত ফাটাকেষ্ট’র কালী পুজো টলিউড, বলিউড, ঢালিউড, হলিউড সর্বত্রই এই (নব যুবক সংঘ) এর পুজোর কথা ইতিমধ্যে পৌঁছে গেছে। আজ চতুর্থীর শুভদিনে অনুষ্ঠিত হলো কালী পুজোর খুঁটি পুজো। উত্তর কলকাতার ঐতিহ্যবাহী এই পুজোর সাথে আপামর কলকতাবাসী সহ বঙ্গবাসীর আবেগ জড়িয়ে আছে।
সাংস্কৃতিক জগতের বিখ্যাত ব্যক্তিদের নিয়ে পুজোর অনুষ্ঠান কোলকাতার বুকে নব যুবক সংঘের দ্বারাই প্রথম আয়োজিত হয়ে ছিল। আজকের এই ঐতিহাসিক পুজোর খুঁটি পুজোর উদ্বোধন করেন বিধায়ক অশোক দেব, বিধায়ক তাপস রায়, তৃণমূল নেতা কুনাল ঘোষ, গায়ক ও সুরকার জিৎ গাঙ্গুলী, নবকল্লোল ও শুকতারা ম্যাগাজিনের সম্পাদিকা রূপা মজুমদার এবং প্রবন্ধ রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক-সাংস্কৃতিক-ক্রীড়া জগতের বিশিষ্টজন।
Be First to Comment