বিশেষ প্রতিনিধি :কলকাতা, ২৪ সেপ্টেম্বর ২০২১: উৎসব শুরু হওয়ার আগেই ভারতে নিজের ভক্তদের উৎসবের আনন্দে মেতে ওঠার আরেকটা সুযোগ করে দিল অ্যাপেল সংস্থা। এই প্রথম ভারতের অ্যাপেল ভক্তরা গোটা বিশ্বের সঙ্গে একই সাথে নতুন আইফোন হাতে পাবেন।
প্রতিবারের মত বহুদিন ধরে প্রতীক্ষিত আইফোন এর নতুন সবকটি মডেল যথা আইফোন ১৩ মিনি,আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স ১২৮ জিবি থেকে ১ টিবি পর্যন্ত বিশেষত্বের সঙ্গে এখন ভজনলাল কমার্শিয়াল প্রাইভেট লিমিটেডের কলকাতা এবং শহরতলীর সমস্ত শাখায় পাওয়া যাচ্ছে। দুর্গা পুজোর মধ্য দিয়ে ভারতের উৎসবের মরসুমে সূচনা হয় এবং সমস্ত কোম্পানি এই সময়ে নিজেদের গ্রাহকদের মন জয় করার জন্য ঝাঁপিয়ে পড়ে। তবে এবার অ্যাপেল সবাইকে পিছনে ফেলে দিয়েছে।
আপনার কাছাকাছি ভজনলাল স্টোরের যেকোন শাখা থেকে শীঘ্রই সংগ্রহ করুন আপনার স্বপ্নের আইফোন ১৩ এইচডিএফসি ব্যাংকের আকর্ষণীয় ক্যাশব্যাক অফারের সঙ্গে। ভজনলাল কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড ২০১৮,২০১৯,২০২০ এবং ২০২১ পরপর চার বছর টাইমস বিজনেস অ্যাওয়ার্ড বিজয়ী সংস্থা। ২০১৯ সালে টাইমস মেন অফ দ্য ইয়ারের শিরোপা জয়ী “ভজনলাল” ব্র্যান্ডের অধিকর্তা শ্রী মোহন বাজোরিয়া টেলিকমিউনিকেশনের জগতের এক উজ্জ্বল নক্ষত্র।যাঁর ভবিষ্য দৃষ্টি এবং সুযোগ্য নেতৃত্বে আজকের দিনে “ভজনলাল” একটি ব্র্যান্ড হিসেবে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।
প্রথম সারির সমস্ত মোবাইল ফোন ব্র্যান্ডের পার্টনার হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক শোরুম এবং ব্র্যান্ড স্টোর তৈরি করেছে এই সংস্থা।
Be First to Comment