“পদ্ম( Nelumbo nucifera/ Lotus)”
————————————————–
ডাঃ দীপালোক বন্দোপাধ্যায় : ২৬ জানুয়ারি ২০২২। পদ্ম কন্দ জাতীয় ভূ-আশ্রয়ী বহু বর্ষজীবী জলজ উদ্ভিদ৷ অধিকাংশ পদ্মফুল লাল -সাদা – গোলাপীর মিশ্রিত রঙের ৷ এছাড়া নানা রঙের ও প্রজাতির পদ্ম পাওয়া যায়৷ আমাদের সনাতন ধর্মীয় দের কাছে বিশেষ প্রিয় ও পবিত্র ফুল ৷ তাই , হিন্দু ধর্ম শাস্ত্রে কমল , শতদল , সহস্রদল , উৎপল , মৃণাল , পঙ্কজ , অম্বুজ , সরোজ , নীরজ , অব্জ , সরসিজ , সররুহ , নলিনী , ইন্দিরা , রাজীব , কহ্লার , শ্রীপর্ণ , কুমুদ , তামরস , অরবিন্দ এছাড়া নীলপদ্মকে ইন্দিবর, নীলকমল , নীলকুমুদ , লাল পদ্মকে কোকোনদ, রক্তকুমুদ , রক্তকমল , সাদা পদ্মকে পুন্ডরীক প্রভৃতি নামে লেখা হয়েছে ৷ পদ্ম =প্ +অ+দ্ +ম্ +অ ৷ পদ্মের নাম পঙ্কজ হওয়ার কারন জন্ম পাঁকে হলেও নিজে বিশুদ্ধ ও অকলুষিত থাকে ৷ শিকড় কাদার ভিতর থাকলেও ফুলটি থাকে জলের উপরে ৷ বিবিসির বিচারে বিশ্বে যে সাতটি গাছকে সবচেয়ে পবিত্র মনে করা হয় , তার অন্যতম “পদ্ম”ফুল ৷ ভগবান বিষ্ণুর নাভির ভিতর থেকে পদ্মের জন্ম ৷ আমাদের পুরাণে পদ্মফুল সৃষ্টিকর্তা ব্রহ্মার আসন ৷ ব্রহ্মার ধ্যান করি ,” কমন্ডলুধরশ্চচতুর্বক্রশ্চচতুর্ভুজঃ ৷কদাচিৎরক্তকমলে হংসারূঢ় কদাচন …”৷ এখানে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন ৷ তাই লক্ষ্মীর প্রণাম মন্ত্রে বলি ,” ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে ..”৷ কমলা স্তোত্রমে আছে ,” পদ্মা পদ্মালয়া সম্পদ্ রমা শ্রীঃপদ্মধারিণী”৷ সন্তোষী মাও পদ্মাসীনা ৷ তাঁর ধ্যান মন্ত্রে পাই ,” বরদাভয়হস্তাঞ্চ শঙ্খপদ্মকরস্থিতাম্ “৷ জগদ্ধাত্রী পুজোয় পদ্ম তো লাগেই তাঁর ধ্যান মন্ত্র জপ করি :- ত্রিবলীবলয়োপতানাভিনাল -মৃণালিণীম্ ৷ রত্নদীপে মহাদ্বীপে সিংহাসন সমাযুতে ৷ প্রফুল্লঃ কমলারূঢ়াং ধ্যায়েত্তাং ভবগেহিণীম্ “৷নারায়ণের এক হাতে থাকে পদ্ম ৷ নারায়ণের ধ্যান মন্ত্রে বলি ,” নারায়ণঃ সরসিজ আসন -সন্নিবিষ্টঃ..”৷
নারায়ণের স্তোত্রমে বলি ,”ইন্দীবরদল শ্যামং শঙ্খ চক্রগদাধরম্ …”৷ নারায়ণ দৈত্য শঙ্খচূড়ের পত্নীকে আর্শীবাদ করেন মৃত্যুর পরে শঙ্খচূড়ের দেহ থেকে শঙ্খ, তুলসীর থেকে তুলসী পাতা এবং শঙ্খচূড়ের ভাই পদ্মচূড়ের দেহ থেকে জলে ও স্থলে পদ্ম জন্ম নেবে ৷ মাঙ্গলিক অনুষ্ঠানে হয়ে উঠবে অপরিহার্য ৷ বলেন পদ্মচূড়ের দেহ থেকে হওয়া পদ্ম ফুল ছাড়া দুর্গার পূজা হবে না ৷ সূর্যদেবের পুজোতেও পদ্ম ফুল লাগে ৷ সূর্যের ধ্যানমন্ত্রে আছে ,” পদ্মদ্বয় অভয়বান্ দধতং করাজৈঃ “৷ আঠারোটি মহাপুরাণ বা প্রধান পুরাণের অন্যতম “পদ্মপুরাণ “৷ যোগাসনের সবচেয়ে জনপ্রিয় আসন “পদ্মাসন” ৷ ধ্যানের প্রধান আসন ৷ পদ্মফুল আত্মার পুনর্জন্ম ও বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত ৷ প্রত্যেক মানুষের মধ্যেই পদ্মের পবিত্র আত্মা রয়েছে ৷ যে ফুল অন্তরে উদ্ভূত হয় ও জাগরণের সাথে মিলিত হতে পারে ৷ এই ফুলের একেক স্তরের পাপড়ি বিভিন্ন ভারতীয় ধর্মে ও সাংস্কারে বিভিন্ন অর্থ বহন করে ৷ তাই ,পদ্মকে ভারতের জাতীয় ফুল করা হয়েছে ৷ চীনে একটি প্রাচীন হ্রদের শুকনো জায়গায় হাজার বছরেরও পুরনো পদ্মের বীজ পাওয়া গিয়েছিল ৷ সেই বীজ অঙ্কুরিত করেছিল ৷
পৃথিবীর অন্যতম প্রাচীন এই ফুলটি হাইড্রোফোবিক ও স্ব পরিচ্ছন্নতার বৈশিষ্ট্যে উজ্জ্বল ৷ জলের ফোঁটা পাতার সঙ্গে কখনো লেগে যায় না ৷
ময়লা দূরে নিয়ে যায় ৷ পদ্ম ফুলের থার্মোরেগুলেটরি পরাগকরণের সময় তাপ উৎপন্ন করে এবং পরিবেষ্টনের তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দিতে পারে ৷ পরাগায়িত প্রাণীদের আকর্ষণ করে ৷ জৈন তীর্থঙ্কর ও মুণিরা পদ্মাসনা ৷ ছয় নম্বর তীর্থঙ্কর পদ্মপ্রভর প্রতীক হলো পদ্ম ৷ পদ্মফুলটি বৌদ্ধ রূপকের প্রতিনিধিত্ব করে ৷ বিশ্বের নবীনতম বিদেশী বাহাই ধর্মেও ভারতীয় বিধি মেনে পদ্মকে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ দিল্লীতে তৈরী করেছে বিশ্ববিখ্যাত পর্যটন তথা ধর্মস্থল “লোটাস টেম্পল “৷ পদ্মফুলের উপর শুয়ে পড়লে জ্বরের প্রদাহ কমে যায় ৷ আয়ুর্বেদে অর্শ ও হারিশে পদ্ম পাতা বেঁটে মলদ্বারে লাগানো হয় ৷ শ্বেতী রোগে পদ্ম পাতায় গরম ভাত ঢেলে খেতে বলা হয় ৷ প্রলাপ্স অফ ইউটেরাসে পদ্ম পাতা চিনি দিয়ে খেতে দেওয়া হয় ৷ এনজাইনা পেক্টরিস বা হৃৎশূল রোগে পদ্মফুলের পাঁপড়ির রস খাওয়ানো হয় ৷ অকালে গর্ভপাত বন্ধের পদ্ম ফলের বীজের শাঁস বেঁটে সরবত করে খাওয়ানো হয় ৷ পাতলা ও সবুজ পায়খানায় পদ্মের নতি বা মৃণাল চাল ধোয়া জলের সঙ্গে মধু মিশিয়ে খাওয়ানো হয় ৷ রক্ত পিত্ত ও রক্তস্রাবী অর্শেও পদ্মকেশর বাসক পাতার রসের সঙ্গে মধু দিয়ে খাওয়ানো হয় ৷ অনিয়মিত ঋতুস্রাবে লাল পদ্ম মূলের ক্কাথ চিনি মিশিয়ে স্রাব চলাকালে খাওয়ানো হয় ৷ কাজী নজরুল ইসলাম লিখেছেন ,” এক ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে ..” কিংবা “ও মোর শূন্য হৃদয় -পদ্ম নিয়ে যারে “৷ কবিগুরুর” আমি কান পেতে রই” গানে পাই “ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে,”৷ তথ্য ও সত্য- সাহিত্যের পথে আছে “শতদল পদ্ম “৷ অন্য ফুলের মত পুজোয় আমরা পদ্ম পুষ্পেরও শুদ্ধিকরণ মন্ত্র বলি ,”ওঁ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পচয়াবকীর্নে চ হুং ফট স্বাহা “৷এভাবে পদ্ম রয়েছে আমাদের ধর্ম , সংস্কৃতি ও জীবন জুড়ে ৷
ছবি সৌজন্যে – গুগুল।
ভগবান বিষ্ণুর নাভির ভিতর থেকে পদ্মের জন্ম…..৷
More from CultureMore posts in Culture »
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- 6th Himalayan Orange Tourism Festival 2024….
- ভবিষ্যৎ প্রকাশনী আয়োজিত সাহিত্যের সেরা সম্মান ২০২৪….।
- অবনীন্দ্র সভাঘরে লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটস এর উদ্যোগে আয়োজিত হল পুরস্কার প্রদান অনুষ্ঠান….।
- বিধান শিশু উদ্যানে পল্লিকবি কে নিয়ে স্মরণিকা প্রকাশ ১৪ ডিসেম্বর….।
- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সুনীতিকুমার স্মারক বক্তৃতার সূচনা
More from HealthMore posts in Health »
- Apollo Cancer Centre Leads the Way with India’s First LungLife Screening Program to Combat Lung Cancer….
- বিশ্ব সিওপিডি দিবস ২০২৪: প্রাথমিক সনাক্তকরণ এবং সঠিক ব্যবস্থাপনার জন্য সচেতনতা বৃদ্ধি….।
- Manipal Hospitals successfully performs Eastern India’s first AI-powered injectable wireless pacemaker insertion..
- বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে সুস্থ শিশুরা শোনালেন থ্যালাসেমিয়া থেকে মুক্তির কাহিনী….।
- রোটারীর উদ্যোগে ট্রেনিংপ্রাপ্ত সেবিকাদের শংসাপত্র প্রদান….।
- Dabur Honey and Akshay Kumar inspire India to “Take the First Step”….
More from SocialMore posts in Social »
- সম্প্রীতির বার্তা দিতে মঙ্গলকোটের উরসে বিধায়ক থেকে মন্ত্রীমশাই….।
- অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত হলো বিজয়া সম্মিলনী…।
- প্রতারণা: সম্পর্কের বিশ্বাসঘাতকতা এবং মানসিক সুস্থতার প্রভাব….।
- বেলেঘাটায় বদ্রীনাথ ধাম….।
- Dalmia Bharat Celebrates 5th Year of ‘Aap Hain Sachche Viswakarma’ initiative across East India….
- কালনাগিনী নদীবক্ষে মহিলাদের অভিনব তর্পনে উপচে পড়া ভীড়….।
Be First to Comment