নিজস্ব প্রতিনিধি : মুম্বাই: ৩ মার্চ, ২০২২। ভারতীয় ফার্মাসিউটিক্যাল মাল্টিন্যাশনাল ব্রিন্টন, যারা ভারতীয় ও বৈশ্বিক হেলথকেয়ার ক্ষেত্রে দৃঢ়ভাবে পদচ্ছাপ বৃদ্ধি করছে, আজ ঘোষণা করল গ্লোবাল ফুট কেয়ার ব্র্যান্ড সোল্ ওয়েলনেস কোম্পানির সঙ্গে একটি স্ট্র্যাটেজিক মুভ, যা হবে ভারতীয় বাজারে সোল্ ওয়েলনেস সংস্থার প্রডাক্টের বিক্রি ও বিতরণের জন্য, যার অন্তর্ভুক্ত বিখ্যাত ব্র্যান্ড, ক্র্যাক ক্রিম।
ব্রিন্টন চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর রাহুলকুমার দার্দা বলেছেন, ‘আমরা স্কলের সঙ্গে, এর হেরিটেজ ব্র্যান্ড ক্র্যাক ক্রিম সহ, গাঁটছড়া বাঁধতে পেরে অত্যন্ত গর্বিত। ফুট কেয়ার ইন্ডাস্ট্রিতে সোল্ হল গ্লোবাল লিডার এবং অন্যান্য ক্ষেত্রের সঙ্গে ডার্মাটোলজির বিষয়েও আমাদের আগ্রহ আছে। আমাদের উদ্দেশ্য হল আমাদের বিশাল ডিস্ট্রিবিউশন ও শক্তিশালী মার্কেটিং সামর্থ্যের মধ্য দিয়ে এই লিগ্যাসি গঠন করা। এটা এই ব্র্যান্ডকে আরও ছড়িয়ে দিতে এবং সাফল্যের চূড়ান্ত শৃঙ্গে পৌঁছতে সহায়তা করবে।’
সোল্ হল পৃথিবীর এক নম্বর ফুট কেয়ার ব্র্যান্ড যাদের আছে বিশাল রেঞ্জের ফুট কেয়ার প্রডাক্ট যেমন আর্থরাইটিস পেইন রিলিভার, কাস্টম ফিট অর্থোটিক্স, বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ইনসোল, অডোর-এক্স, একটি প্রোবায়োটিক এক্সট্র্যাক্ট ফর্মুলা ফুট স্প্রে, ওয়ার্ট রিমুভার ফ্রিজ অ্যাওয়ে ম্যাক্স, ইনগ্রোন টোনেইল পেইন রিলিভার এবং ফাংগাল নেইল রিভাইটালাইজার সহ আরও অনেক। ক্র্যাক ক্রিম, যদিও, হল সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড, যার আছে ভারতে ৮০% মার্কেট শেয়ার।
সোল্ অফার করে স্বাস্থ্যকর পায়ের জন্য উদ্ভাবনী প্রডাক্টের মধ্য দিয়ে সম্পূর্ণ পায়ের যত্ন বা ফুট কেয়ার। এই পার্টনারশিপ আমাদের লক্ষ্য ভারতে আমাদের আরও সম্প্রসারণে শক্তিশালী করবে। কৌতূহলের বিষয় হল, ২০২৬ সালের মধ্যে ফুট কেয়ার মার্কেট 4.4 বিলিয়ন ডলারে পৌঁছবে আশা করা হচ্ছে।
দার্দা যোগ করেছেন, ‘ফুট কেয়ার মার্কেট আকর্ষণীয় মার্কেটিং সুযোগের অফার চালিয়ে যাচ্ছে। এর মার্কেট সাইজ আগামী কয়েক বছরের মধ্যে 7.9% CAGR বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে কেননা উন্নততর সৌন্দর্য ও স্বাস্থ্য নিশ্চিত করতে ফুট কেয়ার প্রডাক্টের প্রয়োজনীয়তা ক্রমবর্ধমান। জীবনশৈলীর ওঠানামা ও পরিবর্তনশীল ফ্যাশন পায়ের ত্বকের এক্সপোজারকে গুরুত্ব দিয়েছে।’
এই প্রেক্ষাপটে, গ্লোবাল মার্কেট রিসার্চ ইঙ্গিত দেয় যে ফুট ক্লিনজিং লোশন, ক্রিম ও রিপেয়ার অয়েনমেন্টের চাহিদা ধারাবাহিকভাবে ঊর্ধ্বে থাকবে। এরপর, এইসঙ্গে ডায়াবেটিস ও ব্যাকটেরিয়া-সংক্রান্ত সংক্রমণের ঘটনাও বাড়ছে যা ফুট কেয়ার ইন্ডাস্ট্রির আরও বৃদ্ধিতে ইন্ধন দিচ্ছে।
একটি স্বীকৃত ফার্মা লিডার যা ব্যবহার করে উদ্ভাবনমূলক ও আধুনিক প্রযুক্তি, প্রডাক্ট রিসার্চ থেকে ফর্মুলেশন উন্নয়ন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে, ব্রিন্টনের আগ্রহ আছে ডার্মাটোলজি, পেডিয়াট্রিক ও গায়নাকোলজিতে। সংস্থা অফার করে বেশকিছু উচ্চ গুণমানের প্রডাক্ট, যা হল ত্বক, শিশু, মহিলাদের স্বাস্থ্য ও কল্যাণ সংক্রান্ত।
দার্দা জানিয়েছেন, ‘আমাদের সায়েন্টিফিক ও টেকনিক্যাল বিশেষজ্ঞরা আমাদের করেছে অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড এবং আমরা সুলভ মূল্যে বিশ্বমানের প্রডাক্ট ডেলিভারিতে বিশ্বাস রাখি। স্কলের সঙ্গে আমাদের গাঁটছড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ওটিসি সেগমেন্ট আমাদের পদচ্ছাপ শক্তিশালীকরণে। আমরা মার্কেটের গভীরতর স্তরে ঢুকে নিশ্চিত করব বিস্তৃত পরিধির গ্রাহকদের কাছে সোল্ প্রডাক্ট পৌঁছে দেব।’
ব্রিন্টন স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করল সোল্ ওয়েলনেস কোম্পানির সঙ্গে ভারতীয় ফার্মা মাল্টিন্যাশনাল গাঁটছড়া বাঁধল সোল্ ফুট কেয়ার প্রডাক্টের বিক্রি ও বিতরণের সঙ্গে যার অন্তর্ভুক্ত ক্র্যাক ক্রিম….।
More from HealthMore posts in Health »
- Apollo Cancer Centre Leads the Way with India’s First LungLife Screening Program to Combat Lung Cancer….
- বিশ্ব সিওপিডি দিবস ২০২৪: প্রাথমিক সনাক্তকরণ এবং সঠিক ব্যবস্থাপনার জন্য সচেতনতা বৃদ্ধি….।
- Manipal Hospitals successfully performs Eastern India’s first AI-powered injectable wireless pacemaker insertion..
- বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে সুস্থ শিশুরা শোনালেন থ্যালাসেমিয়া থেকে মুক্তির কাহিনী….।
- রোটারীর উদ্যোগে ট্রেনিংপ্রাপ্ত সেবিকাদের শংসাপত্র প্রদান….।
- Dabur Honey and Akshay Kumar inspire India to “Take the First Step”….
More from InternationalMore posts in International »
- পুর্ব ছাড়িয়ে পশ্চিম মেদনীপুরের মাটিতেও সাফল্য ইন্দ্রানী ধানবীজের….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- এসো আমার ঘরে এসো….।
- ভবিষ্যৎ প্রকাশনী আয়োজিত সাহিত্যের সেরা সম্মান ২০২৪….।
- আপারকেস কলকাতার সিটি সেন্টার ১এ প্রথম স্টোর উদ্বোধন করল, লক্ষ্য ১০০টি স্টোর খোলার…।
- অবনীন্দ্র সভাঘরে লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটস এর উদ্যোগে আয়োজিত হল পুরস্কার প্রদান অনুষ্ঠান….।
Be First to Comment