Press "Enter" to skip to content

ব্রিটেনে বাঙালি তারকা সন্দীপ চক্রবর্তী (“স্যান্ডিম্যান”)…………

Spread the love

গোপাল দেবনাথ : ২০, আগস্ট, ২০২০। ব্রিটেনের মাটিতে বসেই নিঃশব্দে বাঙালিকে গর্বিত করার মতো একের পর এক কীর্তি গড়ে চলেছেন এক বঙ্গ তনয়। বিশিষ্ট তবলা শিল্পী সন্দীপ চক্রবর্তী। এই জনপ্রিয় শিল্পীকে ব্রিটেনে সবাই চেনে ‘স্যান্ডিমান’ নামে। সালটা ঠিক ১৯৯৪, নেহাতই ১৬ বছরের এক কিশোর তরুণ প্রতিভা সন্দীপ ডাক পায় ব্রিটেনের রয়াল এলবার্ট হল এ তার তবলা পরিবেশনের জন্য। সেই সময় থেকেই সন্দীপ কে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ডাক আসতে থাকে পৃথিবীর নানান দেশ থেকে। কখনও রেকর্ডিং কখনও বা লাইভ পারফরম্যান্স দিকপাল বিভিন্ন শিল্পীদের সাথে, Sir Paul McCartny থেকে শুরু করে, কুমার শানু, বাপ্পি লাহিড়ী, সনু নিগম, সৈকত মিত্র থেকে উস্তাদ ফতে আলী খান সহ বহু আন্তর্জাতিক শিল্পীদের সাথে সন্দীপ পারফর্ম করে চলেছে। ব্রিটেনের একের পর এক টিভি চ্যানেল থেকে ডাক আসতে থাকে তাদের অনুষ্ঠান হোস্ট করার জন্য। তবে সন্দীপের মতে তার জীবনের সবচেয়ে গর্বিত মুহূর্ত ছিল যখন Sir Paul McCartny তার ৬০ তম জন্মদিনে সন্দীপ কে নিমন্ত্রণ করেন তার লন্ডনের বসত বাড়িতে। এর পর থেকেই তার সাথে বিভিন্ন শো তে ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল মিউজিক পরিবেশনের সুযোগ পায় সন্দীপ। পরিচালক সঞ্জয় দাসগুপ্ত সন্দীপের জীবনের উপর যে ডকুমেন্টারি টি তৈরি করেন সেটি মিউজিক একাডেমি ইন লন্ডন থেকে পুরস্কৃত হয়। এত ব্যস্ততার মধ্যেও বিগত ১৩ বছর ধরে সন্দীপ “Guru Soundz” নামে ইন্ডিয়ান মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট এর ব্যবসা সাফল্যের সাথে করে চলেছে। মাত্র কয়েকদিন আগে কুইন এলিজাবেথ এর আমন্ত্রণে বাকিংহাম প্যালেসে হাজির হয়ে ছিলেন। সন্দীপ বলেন ব্রিটেনের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ কুইন এলিজাবেথের সাথে কিছুটা সময় কাটানোর অভিজ্ঞতা সারা জীবন স্মরণে থাকবে। বর্তমানে লন্ডন এর মাটিতেই সন্দীপ তার একটি নিজের মিউজিক একাডেমি খোলার প্রস্তুতি নিচ্ছে। সন্দীপ ওরফে ‘স্যান্ডিম্যান’ এর আশা পূর্ণ হোক এই শুভ কামনা রইলো।

তবলা শিল্পী সন্দীপ চক্রবর্তী।
স্যান্ডিম্যান
রণধীর কপুর এর সাথে স্যান্ডি।
শিল্পপতি লক্ষী মিত্তালের সাথে।
সৈকত মিত্র র সাথে।
সনু নিগম এর সাথে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.