ডঃ পি সি সরকার (জুনিয়র) বিশ্বখ্যাত জাদুশিল্পী ও বিশিষ্ট লেখক। ৩১, জানুয়ারি, ২০২১। ব্যাঙ্গালোরের টাউন হলে আমি ছ-সিজন্ শো করি। প্রতিবারই গোল্ডেন জুবিলী পালন করতে হয়। আবার যাবো। ওসব জায়গায় আমার চেয়ে আমার বড় মেয়ে মানেকা বেশি পপুলার। যা যুগ পড়েছে, আজকের দিনে, মেয়েদের কাছে ছেলেরা পাত্তাই পাচ্ছে না। আমি ভীত। জীবনে বৌ-এর কাছে তো “দেহি পদ পল্লভ মুদারম” হয়েই আছি। তবে আমার তিন কণ্যের কাছে হারতে , আনন্দে রাজী আছি ।
গত বছর কে যেন একজন আমার নাম ভাঙ্গিয়ে, এখানে, মানে ব্যাঙ্গালোরে ,আমি সেজে ওই টাউন হলেই শো করতে আসে । পাবলিকের মধ্যে গুঞ্জন ওঠে। পি সি সরকার জুনিয়র তো এতো বেঁটে নন! তাছাড়া সঙ্গে বৌ জয়শ্রী এবং কণ্যে মানেকা কোথায় ? পয়সা ফেরত দিতে হয়।আমরা তখন প্রেমসে মুম্বাইতে শো করছি। জানতামও না। এভাবে ভারতবর্ষ জুড়ে কতো ‘আমি’ যে ছড়িয়ে আছি, তার হিসেব নেই। ভাবছি একটা ডাইরেক্টরি বানাবো। জয়শ্রীকে দিয়ে বলবো, তুমি দ্রৌপদীকেও স্বামীর সংখ্যায় হার মানিয়েছো। সাবাশ।
ছবিটা ‘সত্যিকারের আমার’ ব্যাঙ্গালোরের শো-এর সময়কার টাউন-হলের বাইরের অঙ্গসজ্জার ছবি। লোকে ওভাবে লাইন দিতেন। এখন কোভিডের জন্য স্তব্ধ।
Be First to Comment