নিজস্ব প্রতিনিধি : বাটানগর, ৪ অক্টোবর, ২০২৪। শুক্রবার মহা সমারোহে ব্যাংক অফ ইন্ডিয়ার বাটানগর ব্রাঞ্চ এর শুভ উদ্বোধন করেন ব্যাংকের কলকাতা অঞ্চল এর আঞ্চলিক প্রবন্ধক শ্রী সনৎ সথপতি মহাশয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার পৌরপিতা মাননীয় শ্রী দুলাল চন্দ্র দাস। এ ছাড়াও অফিসার এবং কর্মী সংগঠনের নেতৃবৃন্দ দেবাশীষ মন্ডল ও জয়দীপ নিয়োগী উপস্থিত ছিলেন। মাননীয় পৌরপিতা ফিতে কেটে ব্রাঞ্চ পরিসর এর উদ্বোধন করেন।এর আগে কলকাতার মহা প্রবন্ধক শ্রী মনোজ কুমার গত ৭ই সেপ্টেম্বর ব্যাংক এর ১১৯তম প্রতিষ্ঠা দিবস এর দিন ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে ব্রাঞ্চ টি উদ্বোধন করলেও আজ আঞ্চলিক প্রবন্ধক্ শ্রী সনৎ সথপতির হাতে শাখার দরজা সাধারণ জনগণের জন্য খুলে দেয়া হলো। শাখার প্রবন্ধক শ্রী বিরজা মোহন্তি বলেন এলাকার লোকেদের সকল পরিষেবা প্রদান করার জন্য আমদের ব্রাঞ্চ তৈরী।
শ্রী দুলাল চন্দ্র দাস বলেন মহেশতলা এলাকায় এখন সমস্ত রকম ব্যাংকের শাখা আছে এবং তিনি আশা রাখেন বর্তমান ম্যানেজার এর তত্ত্বাবধানে এবং সকল কর্মীর পরিষেবা প্রদান এর মাধ্যমে বাকি দের তুলনায় ব্যাংক অফ ইন্ডিয়া অগ্রণী ভূমিকা নেবে।তিনি এই শাখার প্রগতি কামনা করে শুভেচ্ছা বিনিময় করেন আগত কর্মী এবং প্রবন্ধকের লোকদের।
প্রসঙ্গত এই শাখাটি পৌরসভার নিজস্ব ভবনে অবস্থিত।অফিসার সংগঠনের প্রতিনিধি শ্রী দেবাশীষ মন্ডল বলেন যে সংগঠন এর পক্ষ থেকে কর্মীদের দাবীদাওয়া ছাড়াও অফিসারদের ক্রমবর্ধমান কাজের পরিস্থিতিতে মনোবল বজায় রেখে সরকারি ব্যাংক এর পরিষেবা উন্নতি করে সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা হয়।তিনি দুলাল চন্দ্র দাস কে অনুরোধ করেন, কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশন এর মতন মহেশতলা পৌরসভার সমস্ত ব্যবসা সামলানোর দায়িত্বও যেন ব্যাংক অফ ইন্ডিয়া বাটানগর ব্রাঞ্চ কে দেওয়া হয়।আঞ্চলিক প্রবন্ধক শ্রী সনৎ সথপতি বলেন তাঁর অফিস সমস্ত রকম ব্যাংকিং সুবিধা কাস্টমারদের প্রদান করার জন্য সর্বত্র সজাগ।
ব্যাংক অফ ইন্ডিয়া বাটানগর শাখার উদ্বোধন…।

More from BusinessMore posts in Business »
- Emami Realty Begins Emami Aamod Construction with Bhoomi Pujan and Experience Center Launch in New Alipore….
- Everest BKCC Season 6 West Bengal Semi-Finals: A Culinary Celebration of Tradition & Innovation….
- Sale of Traditional Attire at Park Street….
- Bawankule’s Bold Vision: Empowering Maharashtra’s Women and Preserving India’s Rich Heritage….
- Usha Restaurant Brings the Essence of Dhaka to Kolkata with Dhakai Food Pop-Up….
- Berger Paints celebrates century-long legacy and relocates headquarters within Kolkata….
More from FinanceMore posts in Finance »
- ICAI holds Convocation Ceremony at 13 locations across the Country….
- কানাড়া ব্যাংক বেলেঘাটা শাখার শুভ উদ্বোধনে হাজির একজিকিউটিভ ডিরেক্টর সহ এলাকাবাসী…..।
- IDBI Bank Announces Launch of IDBI Chiranjeevi-Super Senior Citizen FD…..
- AMFI-WB in association with M2i, Equifax, MFIN & Sa-Dhan organized the 9th Eastern India Microfinance Summit 2025 in Kolkata….
- শিলিগুড়িতে বন্ধন লাইফ-এর বিস্তার, দেশব্যাপী উপস্থিতিতে নতুন মাইলফলক….।
- Indian Bank Conducted Exclusive Campaign for Digital Mobilization….
More from InternationalMore posts in International »
- “ঠাকুর রামকৃষ্ণের জন্মদিনে ” ! সব ধর্মের মিলনতীর্থ ” কামারপুকুরে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটেয় “….।“ঠাকুর রামকৃষ্ণের জন্মদিনে ” ! সব ধর্মের মিলনতীর্থ ” কামারপুকুরে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটেয় “….।
- শ্রীচৈতন্য দেব…তিনিই একমাত্র অবতার যিনি কোন অসুর বধের জন্য এ জগতে আসেন নি…. ৷
- এশিয়াটিক সোসাইটিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন ও কর্মকান্ড নিয়ে প্রদর্শনী….।
- মোহনবাগান সুপার জায়ান্ট ৩-০ গোলে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে দিল…।
- শহর কলকাতায় “মেডিকল” এক্সিবিশনে ব্যাপক সাড়া….।
- বারাসাত ক্যাম্পাসে আদিত্য গ্রুপের ৪১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন….।
Be First to Comment