অন্যভাবে বাঁচি :–
শম্পা দেবনাথ : ভাগলপুর, বিহার।
এসো আজ একটু
অন্য রকম হই.. !
আজ আবারও স্বার্থপর হই..!
একটু অন্যরকম স্বার্থপর হই..!
আজ না হয় তোমার স্বার্থের কথা ভাবি ..!
আমার কথা ভাবলে কি না..
সেটা না ভেবে,
আজ তোমার কথা ভাবি..!
আজ না হয় তোমার পিঠে হাত রাখি..!
আজ না হয়
তোমার জন্য আলো জ্বালি..!
আজ শুধু ….মুখে নয়,
না হয় মনে মনেও বলি
ভালো থেকো ..!
নিজের জন্যে তো নিজে আছিই.. !
নিজেরই স্বার্থে বেঁচে আছি ..!
তাও কেন মনে হয়,
কোন কিছুই যেন সম্পূর্ন নয়.. .!
বোধহয় তুমি ভালো থাকলে
আমিও ভালো থাকবো..!
তাই ,আজ একটু অন্য রকম স্বার্থপর হই..!
তাই ,আজ না হয়,
তোমার স্বার্থের জন্যই স্বার্থপর হই..!
Be First to Comment