গোপাল দেবনাথ : কলকাতা, ২৭, এপ্রিল, ২০২১। অক্ষয় তৃতীয়া। পয়লা বৈশাখের দিনে বাঙালি পরিবার লক্ষ্মী ও গনেশ পুজোর মাধ্যমে নতুন খাতা পূজো করে ব্যবসা বাণিজ্য শুরু করে থাকেন। এর পরেই যে দিনটির কথা বাঙালির মনে স্থায়ী আসন করে নিয়েছে তা হলো অক্ষয় তৃতীয়া। বাঙালি পরিবারের কাছে এটি বছরের প্রথম পুজো ও অনুষ্ঠান বলা যেতে পারে। হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি হিসেবে পরিচিত। বৈদিক বিশ্বাস অনুযায়ী এই পবিত্র তিথিতে কোন শুভকার্য করা গেলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে।
এই দিন অনেকেই ব্যবসায় লাভের আশায় লক্ষ্মী ও গণেশের পুজো করেন। এই বছর অর্থাৎ ২০২১- এ অক্ষয় তৃতীয়া পালিত হবে ১৪ ই মে, শুক্রবার। বাংলা পঞ্জিকা অনুসারে ৩০ শে বৈশাখ ১৪২৮- এ পালিত হবে এই শুভ তিথি।
Be First to Comment