গোপাল দেবনাথ
আজ ছট পূজা উপলক্ষে সারা দেশের সাথে সাথে এই বাংলাতে ও মহা সমারোহে পালিত হচ্ছে এই ছট পূজা। হিন্দি ভাষি বিশেষ ভাবে বিহারী জনগণ এই পূজা অর্চনা প্রধানত পালন করে থাকেন। এই পূজা উপলক্ষে সারা বাজারে উৎসাহি ক্রেতা লক্ষ্য করা গেছে। বিভিন্ন এলাকাতে নেতা মন্ত্রী রা ভক্তদের এই পূজার সামগ্রী অর্পণ করেন। কলকাতা পুরসভার তরফে ভক্তদের জন্য বিভিন্ন জায়গায় ঘাট এর বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। রবীন্দ্র সরোবর ছট মায়ের ভক্তদের জন্য নিষিদ্ধ হলে ও বেলেঘাটা সুভাষ সরোবরে ঘাট সাজানোর কাজ চলছে। এই পূজা উপলক্ষে সরকার সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে। সুরক্ষায় যাতে কোন খামতি না থাকে সেই ব্যবস্থা রাজ্য সরকার ইতি মধ্যেই নিয়ে রেখেছে।
Be First to Comment