গোপাল দেবনাথ : কলকাতা, ১২ অক্টোবর ২০২১। এই বছর বেলেঘাটা সুভাষ সরোবরের লেক পল্লীর শ্রী শ্রী দুর্গাপুজো ৫৪ তম বর্ষে পদার্পন করলো। এই পুজোকে প্রায় পারিবারিক পুজো বলা যেতে পারে।
ঐ পাড়ার কিছু বাড়ি ও ফ্ল্যাট মিলে পুজোর আয়োজন করে থাকেন। গতবছর অর্থাৎ ২০২০ সালের করোনাকালীন সময়ের পুজো এবং এই বছরের করোনা মুক্ত না হওয়া কালীন সময়ের পুজো অত্যন্ত ভক্তির সাথে সম্পন্ন করেছেন এখানকার সদস্য ও সদস্যারা।
যদিও সব সদস্যই কম বেশি এগিয়ে আসেন তাদের মধ্যে দুই সদস্যের অবদান ভুলে গেলে হবে না তারা হলেন ৮০ বছরের যুবক অশোক মজুমদার এবং ৬৯ বছরের তরুণ প্রদীপ ভট্টাচার্য। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোক বাবু ও প্রদীপ বাবু জানালেন আমরা সরকারের নিয়মবিধি মেনেই পুজোর আয়োজন করেছি। ফুলবাগান থানা ও প্রশাসনের সহযোগিতা য় আমরা মুগ্ধ।
রাজ্য সরকারের দেওয়া ৫০০০০/- টাকা আর্থিক অনুদান আমাদের পুজো আয়োজনের পথ অনেকটা মসৃন হয়ে গেছে। রাজ্যসরকার সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
Be First to Comment