গোপাল দেবনাথ : কলকাতা, বেলেঘাটা সন্ধানী এই বছর ৫২ তম বর্ষে পদার্পন করলো। গত ১ আগস্ট প্রতি বছরের মতো এই বছরও দুর্গা পূজো উপলক্ষে জাঁকজমকপূর্ন খুঁটি পুজোর আয়োজন করেছিল।
এই খুঁটি পুজোর মধ্য দিয়েই শারদ উৎসবের সূচনা হলো। এই বারের পুজোর ভাবনায় বিভাস মুখার্জী, প্রতিমায় রূপদান করবেন মৃৎশিল্পী সনাতন পাল, আবহ সংগীত রচনা করবেন সংগীতশিল্পী সিদ্ধার্থ রায় (সিধু)।
এই খুঁটি পূজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার বোরো চেয়ারম্যান ও কো অর্ডিনেটর স্বপন সমাদ্দার, ৩৩ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর পবিত্র বিশ্বাস, ৩৫ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর আশুতোষ দাস। তৃণমূল নেতা সোহম চক্রবর্তী, সৌম বক্সী।
8এ ছাড়াও উপস্থিত ছিলেন পন্ডিত মোল্লার ঘোষ, আবৃত্তিকার মল্লিকা ঘোষ, সংগীতশিল্পী লাজবন্তী রায়, গুরপ্রীত সিং, সংগীতশিল্পী ও সুরকার সিদ্ধার্থ রায় (সিধু), অভিনেতা গুড্ডু, অভিনেত্রী রেশমী বেইজ, সুদীপ্তা বিশ্বাস, প্রযোজক হেমন্ত মার্দা,
সাংবাদিক দেবোপম সরকার, চলচ্চিত্র পরিচালক অভিষেক বসু, বেলেঘাটা থানার অফিসার ইনচার্জ প্রেমজিৎ চৌধুরী।
সমগ্ৰ অনুষ্ঠানটি সুচারু ভাবে পরিচালনা করেন ক্লাব সেক্রেটারি সন্দীপ ঘোষ এবং সভাপতি বাপি সাহা। ঘোষণায় ছিলেন শ্রী রিংকু কর।
বেলেঘাটা সন্ধানী সারাবছর কেবলমাত্র দুর্গাপুজো করেই তাদের দায়িত্ব সম্পূর্ণ করেন না। সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক কাজে তারা হাত বাড়িয়ে দেন।
করোনা অতিমারীর সময় যেমন বহু সমাজিক দায়িত্ব পালন করেছেন ঠিক তেমনই গত ২০২০ সালের আমফান হোক বা এই বছরের ইয়াস ঝড়ের তান্ডব সব সময় বিভিন্ন পরিষেবা নিয়ে হাজির থাকে এই বেলেঘাটা সন্ধানী।
এই খুঁটি পুজোর দিনে বেহালা ব্লাইন্ড স্কুলের ৩১ জন ছাত্র ছাত্রীর হাতে পুজোর জামা কাপড় ও খাবার তুলে দিলেন।
এ ছাড়াও এই অনুষ্ঠান মঞ্চে ১০২ বছরের ইস্টবেঙ্গল ক্লাবের জন্মদিন পালন করা হলো।
এই খুঁটি পুজো কে কেন্দ্র করে বেলেঘাটা বাসীদের উৎসাহ ছিল নজরকাড়া।
Be First to Comment