গোপাল দেবনাথ : কলকাতা, ২৯, নভেম্বর, ২০২০। করোনা অতিমারীর সময় প্রায় মানুষই নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে উঠেছেন। জীবনে সুস্থ ভাবে বেঁচে থাকার তাগিদে এবং নিজেকে সুস্থ রাখতে নিজের ওজন বাড়ল কি কমলো, সেই সাথে ব্ল্যাড প্রেশার একবার দেখে নেওয়া রক্তের চাপ বাড়ল কি কমলো একবার যাচাই করে নেওয়া। সেই সাথে শরীরে রক্তের শর্করার পরিমান জেনে নিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারলে সুস্থ জীবন কাটাতে সুবিধা হবে বলে জানালেন স্থানীয় বাসিন্দারা।

সাধারণ মানুষের কথা ভেবে বেলেঘাটা সি এই টি রোডের এপোলো ক্লিনিক এবং বেলেঘাটা সুরেন সরকার রোডে অবস্থিত ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ‘নব জাগ্রত সংঘ’ এর সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত মানুষের ব্লাডপ্রেশার মাপা সেই সাথে শরীরেরওজনের মাপ এবং রক্তের শর্করার মরিমাপ করার জন্য রক্ত সংগ্রহ করেন এপোলো ক্লিনিক কতৃপক্ষ।

এই স্বাস্থ্য শিবিরে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। আজকের শিবিরে যে সকল মানুষ অংশগ্রহণ করে ছিলেন তাদের জন্য আগামীদিনে এপোলো ক্লিনিকে রক্তের পরীক্ষা নিরীক্ষার জন্য ২০% ছাড় পাবেন বলে জানালেন এপোলো বেলেঘাটার কর্মীবৃন্দ। এই শিবিরে যারা নাম নথিভুক্ত করলেন আগামীদিনে তাদের কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না বলে জানিয়েছেন সংস্থার প্রতিনিধিরা। আজকের এই স্বাস্থ্য শিবিরে এপোলো ক্লিনিক বেলেঘাটার পক্ষে উপস্থিত ছিলেন শ্রীমতি কাজল রজক, শ্রী দেবশঙ্কর দে, অভিজিৎ মজুমদার, সমর মান্না ও নিত্যানন্দ প্রামানিক। সবশেষে জানা গেল অন্যকোন ক্লাব বা সংগঠন এপোলো ক্লিনিক বেলেঘাটা র কাছে আবেদন করলে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে দেবেন। নিত্যানন্দ প্রামানিক বলেন এপোলো ক্লিনিক বেলেঘাটায় নানান ধরণের হেল্থ চেকআপ প্যাকেজ এর ব্যবস্থা আছে। খরচ সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে।

Be First to Comment