গোপাল দেবনাথ : কলকাতা, ১৪জুন, ২০২১। গতবছর অর্থাৎ ২০২০ থেকে শুরু হওয়া করোনা অতিমারী সাধারণ মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছে। লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পথে বসে গেছে । সেই সাথে বহু মানুষের প্রিয়জন এই মারণ রোগে মৃত্যু হয়েছে।
দ্বিতীয় দফার করোনা অতিমারী প্রথম দফার চেয়ে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। এখনও চলছে নিয়ন্ত্রিত জীবন যাত্রা।
বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমাজসেবী শ্রী পরেশ পাল সারা বছর ধরেই মানুষের সেবায় নিয়োজিত থাকেন।
ঠিক তেমনই তার কাজের মধ্যে একটা বিরাট চমক থাকে। পরেশ বাবুর উদ্যোগে এলাকার দুঃস্থ মানুষের কথা ভেবে গত ১৩ জুন বেলেঘাটা ফুলবাগানে নেতাজী ও গান্ধী মূর্তির পাদদেশে ৫০০০ জন দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দিলেন।
একসাথে এতজন মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার ঘটনা মানুষের মধ্যে বিশেষভাবে সারা জাগিয়েছে। প্রথমে উপস্থিত দুঃস্থ মানুষের হাতে সামগ্রী তুলে দেন স্বয়ং শ্রী পরেশ পাল মহাশয়।
এদিনের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন শ্রী প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুনাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের নেতা ডাঃ আলোক দাস, পুরসভার কো অর্ডিনেটর শ্রী জীবন সাহা, শ্রী পবিত্র বিশ্বাস, শ্রী আশুতোষ দাস,
জনাব ইকবাল আহমেদ, শ্রীমতি অলকানন্দা দাস, শ্রীমতি পাপিয়া ঘোষ বিশ্বাস এবং শ্রী কার্তিক ঘোষ সহ বিশিষ্টজন।
Be First to Comment