গোপাল দেবনাথ : কলকাতা, ২১ জুলাই, ২০২১। উল্টোরথের শুভলগ্নে বেলিয়াঘাটা ৩৩ নম্বর পল্লীবাসীবৃন্দের আয়োজনে জমজমাট খুঁটি পূজো দেখতে পাওয়া গেল।
এই পূজো কমিটি তাদের কর্মকান্ড কেবলমাত্র খুঁটি পুজোর মধ্যে সীমাবদ্ধ রাখেনি।
এই খুঁটি পুজোর সাথেই ছিল বৃক্ষরোপন কর্মসূচি, উল্টোরথ প্রতিযোগিতা, স্বেচ্ছা রক্তদান সহ সোনার বাংলার সোনার মেয়েদের সংবর্ধনা জ্ঞাপন।
এই দিনের অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়,মনোজ তিওয়ারি, বিধায়ক তাপস রায়, স্বর্ণকমল সাহা,
মদন মিত্র, তাপস চ্যাটার্জী। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ, ছিলেন অভিনেতা ঋদ্ধি সেন, অভিনেত্রী সায়নী ঘোষ।
ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, ফুটবলার আলভিটো ডি কুনহো, চলচ্চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলী, সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাসগুপ্ত, তৃণমূল নেতা সঞ্জয় বক্সী,
সৌম বক্সী, অনিন্দ্য কিশোর রাউৎ, আলোক দাস, রতন দে, অলকানন্দা দাস, সায়ন দেব চ্যাটার্জী, দেবাংশু ভট্টাচার্য,
সিনেমা প্রযোজক সমীরণ দাশগুপ্ত, বেলেঘাটা থানার অফিসার ইনচার্জ প্রেমজিৎ চৌধুরী, ক্লাব সভাপতি পরিমল দে,
সমাজসেবী রাজু নস্কর, ক্লাবের যুগ্ম সম্পাদক সুশান্ত (হাবু) সাহা, বিশ্বজিৎ চন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Be First to Comment