শ্রীজিৎ চট্টরাজ : কলকাতা, ৪ জুলাই, ২০২২। ইসলাম ধর্মের দুই গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদ ও ইদুজ্জোহা। আগামী ১০ জুলাই রবিবার পালিত হতে চলেছে দেশজুড়ে ইদুজ্জোহা। আরবি শব্দের বাংলা অর্থ ত্যাগের উৎসব। ফযরের নামাজের পর ইসলামে বিশ্বাসী মানুষ আর্থিক সামর্থ অনুযায়ী গরু, ছাগল ভেড়া, মহিষ, দুম্মা জবাই করে কোরবানি পালন করেন। এই উৎসব উপলক্ষে বেঙ্গল ইমাম এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে ইসলাম ধর্মের মানুষদের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন, একটি প্রতিক্রিয়াশীল দল সংখ্যালঘু সম্প্রদায়কে উত্তেজিত করার নানা অছিলায় ফাঁদ পাতে। সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করে। সুতরাং অতি সাবধানে সুসংহত ভাবে উৎসব পালন করুন সংযমের সঙ্গে।
মোহাম্মদ ইয়াহিয়া প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন, যদি কেউ সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর মত দুষ্কর্ম করে,তাহলে দলমত ধর্ম নির্বিশেষে যেন তাঁরা উপযুক্ত ব্যবস্থা নেন।ইসলাম ধর্মের অনুসারী জনগণকেও তিনি প্রশাসনের সঙ্গে সহযোগিতার অনুরোধ জানান।
Be First to Comment