আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস
বাবলু ভট্টাচার্য : বেঁচে থাকার তাগিদে বিশ্বের কয়েকশ মিলিয়ন ছেলে-মেয়ে শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছে। কাজের কারণে তারা তাদের সাধারণ অধিকার যেমন, শিক্ষা, চিকিৎসা, অবসর এবং সাধারণ স্বাধীনতা থেকে বঞ্চিত ৷
আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের বিভিন্ন দেশে শিশুরা জীবিকার তাগিদে কাজ করতে বাধ্য হচ্ছে।
যৌনকাজে ব্যবহারের উদ্দেশ্যে শিশু পাচার এবং অনাদায়ি ঋণের ফলে দাসবৃত্তিতে নিয়োজিত করার মতো ভয়াবহ শিশু শ্রম এখনো চলছে বলে আইএলও জানিয়েছে।
শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০২ সাল থেকে ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
শিশু শ্রম-বিরোধী দিবসের ১০ম বার্ষিকির আগে আইএলও শিশুশ্রম বন্ধে বিশ্বের দেশগুলোকে উদ্যোগী হওয়ার আহবান জানালো। সংস্থাটি বলেছে, শিশু-শ্রম বিরোধী চুক্তি স্বাক্ষর এবং এ জাতীয় শ্রম বন্ধের লক্ষ্যে কার্যকর তৎপরতা চালানোর মধ্যে বিস্তর পার্থক্য রয়ে গেছে।
Be First to Comment