নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩ জুলাই ২০২৩।
এ বছর একটু অন্যরকমভাবে বিধান শিশু উদ্যানে পালিত হল পশ্চিমবঙ্গের রূপকার প্রণম্য চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়ের ১৪১তম জন্মবার্ষিকী।
এই উপলক্ষে আয়োজন করা হয় বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ছোটো ছোটো বাচ্চারা বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করে। বিভিন্ন প্রজাতির আম, কাঁঠাল, লিচু, লেবু, বিভিন্ন ফুলের গাছ ও পাতাবাহারি গাছ রোপণ করা হয় উদ্যানের বিভিন্ন প্রান্তে। এইদিনের অনুষ্ঠানে উদ্যানের সদস্যরা নানা ধরণের নৃত্য পরিবেশন করে। সদস্যদের গাওয়া গান ও যথেষ্ট নজর কেড়েছে।
বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক একরাম আলি, শিক্ষক অভিজিৎ দাশগুপ্ত, শিক্ষক গিরিধারী চক্রবর্তী প্রমুখ। শ্রী একরাম আলি বলেন—পৃথিবীতে একমাত্র মানুষই হল সেই প্রাণী যারা বৃক্ষ ধ্বংস করে। অন্য কোনো প্রাণী গাছ নষ্ট করে না। তাই আমাদেরই অধিক পরিমাণ গাছ লাগিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক গৌতম তালুকদার।
Be First to Comment