নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৮ ফেব্রুয়ারি ২০২৩।গতকাল সোমবার বীরভূমের নলহাটিতে খবর সংগ্রহের কাজে নিযুক্ত থাকা অবস্থায় সাংবাদিক ও চিত্র সাংবাদিকের ওপর শারিরীক নিগ্রহ এবং ক্যামেরার ওপর আঘাত হানার ঘটনার তীব্র প্রতিবাদ করছে প্রেস ক্লাব, কলকাতা। সেই সঙ্গে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করছে।
এছাড়া, কর্তব্যরত সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিস ও প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন প্রেস ক্লাব, কলকাতার সভাপতি স্নেহাশিস সুর এবং সম্পাদক কিংশুক প্রামাণিক।
Be First to Comment