বিশেষ প্রতিনিধি : বোলপুর : ২৯ এপ্রিল, ২০২১।
আজ আবার বীরভূম। বিষয় রাইপুর রাজবাড়ী। বোলপুর থেকে টোটোতে গেলে ২০ মিনিট মতো সময় লাগে।
প্রায় ভগ্নদশা প্রাপ্ত এই বাড়ীটি ছিলো সিনহা পরিবারের প্যালেস,যা ১৭৭০ খ্রীস্টাব্দে তৈরী হয়।এই সিনহারা ছিলেন বোলপুরের সমস্ত জমির মালিক।১৮৬০ খ্রীস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জমিদার ভুবনমোহন সিনহার থেকে প্রায় ২০ বিঘা জমি কিনে শান্তিনিকেতন আশ্রমের গোড়াপত্তন করেন এবং যা পরবর্তীকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা বিশ্বভারতীর রূপ পায়।
এই সিনহা পরিবারের সবচেয়ে উল্লেখযোগ্য পুরুষটি হলেন লর্ড এস.পি সিনহা,তিনি ছিলেন এক নামজাদা ব্যারিস্টার এবং বিহার ও উড়িষ্যার গভর্ণর।তিনি ই প্রথম বাঙালি যিনি লন্ডনের হাউস অফ লর্ডসে স্থান লাভ করেন ও সেই সাথে “ব্যারন” উপাধিতে ভূষিত হন।বর্তমানে কোলকাতায় তার নামে একটি রাস্তা আছে যার নাম লর্ড সিনহা রোড।এনাদের বর্তমান বংশধরের নাম ষষ্ঠ ব্যারন লর্ড অরূপ সিনহা এবং তিনি ইংল্যান্ডের বাসিন্দা।
এই বাড়ী বর্তমানে শুটিংয়ের কাজে ব্যবহার হয়।বেশ কিছু বাংলা সিনেমা যেমন যেখানে ভূতের ভয়,গুপ্তধনের সন্ধানে,ভূত চর্তুদশী আর বাংলা ওয়েব সিরিজ কামিনীর শুটিং এখানে হয়েছে।
সহায়তায়:-শ্রেয়সী বন্দোপাধ্যায়
Be First to Comment