Press "Enter" to skip to content

বিস্ফোরক শ্রীলেখা, আঙুল তুললেন প্রসেনজিতের বিরুদ্ধে। টলিউডের লবিবাজি ও স্বজনপোষণের জন্য প্রসেনজিৎ তাঁকে ‘অন্নদাতা’ ছবি থেকে বাদ দিতে চেয়েছিলেন………….!!!

Spread the love

#বিস্ফোরক শ্রীলেখা, আঙুল তুললেন প্রসেনজিতের বিরুদ্ধে।#
মধুমিতা শাস্ত্রী: ২১ জুন, ২০২০। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনা রানাওয়াত আঙুল তুলে ছিলেন বলিউডের তাবড়-তাবড় প্রয়োজক,পরিচালক ও ইন্ডাস্ট্রির কিছু খ্যাতনামা ব্যক্তির বিরুদ্ধে। নবাগত প্রতিভাবান শিল্পীদের একঘরে করে রাখা সহ আরও কুৎসিত দিক উঠে এসেছিল কঙ্গনার বক্তব্যে। এবার টলিউড নিয়ে শ্রীলেখা মিত্র মুখ খুললেন। আর তিনি শুধু যে মুখ খুললেন তা নয়, রীতিমতো বোমা ফাটালেন। তিনি কঙ্গনার থেকে আরও কয়েক কদম এগিয়ে নাম ধরে ধরে কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করলেন। তাঁদের মধ্যে নম্বর ওয়ানে রেখেছেন বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

ইউ টিউবে তাঁর নিজস্ব চ্যানেল ‘আমি শ্রীলেখা’-তে এক ঘণ্টার বেশি সময়ের একটি ভিডিও পোস্ট করে এইসব বিস্ফোরক অভিযোগ করেছেন এই অভিনেত্রী। ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিৎ মুখোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলির নামও উঠে আসে শ্রীলেখার কথায়। খোলাখুলি তিনি টলিউডের লবিবাজি ও স্বজনপোষণের বিরুদ্ধে বললেন। তিনি বলেন, প্রসেনজিৎ তাঁকে ‘অন্নদাতা’ ছবি থেকে বাদ দিতে চেয়েছিলেন এই যুক্তি দেখিয়ে যে শ্রীলেখা নায়িকা হলে কেউ ছবি দেখবে না। তাঁর এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু সৃজিৎও তাঁকে কোনও ছবিতে চান্স দেয়নি উপযুক্ত চরিত্র নেই এই যুক্তি দেখিয়ে। রোল চেয়ে অনুরোধ করেছিলেন কৌশিক গাঙ্গুলির কাছেও। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, তিনি আগে চূর্ণী অর্থাৎ তাঁর স্ত্রীর কথাই ভাববেন তারপর অন্যরা।

ব্যক্তিজীবনে তিনি নাটক করতে পারেননি, কাজের জন্য পরিচালক, প্রযোজক, নায়কদের সঙ্গে প্রেম করতে পারেননি বলে ইন্ডাস্ট্রিতে তাঁর সেভাবে কদর হয়নি বলে জানিয়েছেন শ্রীলেখা, আর মনে করেন এই ভিডিওটা প্রকাশ হওয়ার পর তাঁকে আরও হয়তো দাম দিতে হতে পারে আর তার জন্য তিনি প্রস্তুতও। ইন্ডাস্ট্রিতে তাঁর নিজের কেউ ছিল না ফলে নিজের যোগ্যতায় তাঁকে প্রতিষ্ঠিত হতে হয়েছিল। এরজন্য কারও তাঁবেদারি করতে হয়নি।

প্রসঙ্গত বিমল দের ‘সেই রাত’ ছবি দিয়ে শ্রীলেখা মিত্রর টলিউডে পদার্পণ। বাসু চট্টোপাধ্যায় পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে তিনি খবরের শিরোনামে চলে আসেন। বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ‘কাঁটাতার’ ছবিতে অভিনয় করে পুরস্কৃত হন। এছাড়া তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে – মহানগর @কোলকাতা’, ‘আশ্চর্য প্রদীপ’ প্রভৃতি। এছাড়া প্রচুর টেলিফিল্ম এবং সিরিয়ালেও অভিনয় করেছেন। অভিনয় করছেন একটি হিন্দি ছবিতে এবং একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে আমির খানের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে।

পরপর কিছু মৃত্যু শ্রীলেখাকে নাড়িয়ে দিয়েছে। এই মৃত্যুগুলোই তাঁকে চুপ থাকতে দেয়নি। বাংলা ইন্ডাস্ট্রির ছোটখাট কুট কাচালি থেকে শুরু করে নিজের জীবনের সমস্ত বঞ্চনার কথা। তিনি বঞ্চিত হয়েছেন কাজ পাননি, একজন অভিনেত্রী হওয়ার সমস্ত গুণ থাকা সত্ত্বেও। তিনি চান না সুশান্তের মতো আর কোনও ঘটনা ঘটুক। অভিনয়কে ভালোবাসার তাগিদে এই পেশায় আসা। জীবনে ধাপে ধাপে এগিয়ে চলার পথে প্রশ্ন তুলেছেন, হিট ছবি দেওয়ার পরও কেন তাঁকে আর ছবিতে নেওয়া হয়নি।

ছোটপর্দার অভিনেত্রী জয়মালা গঙ্গোপাধ্যায়ও একই অভিযোগ তুলে হ্যাসট্যাগে ‘Wakeup Tollywood’ বলে একটি পোস্ট করেছেন।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.