গোপাল দেবনাথ : আসানসোল, ১৪ ফেব্রুয়ারি ২০২৩। আজ ১৪ ফেব্রুয়ারি গোটা বিশ্বজুড়েই ভ্যালেন্টাইন ডে নিয়ে উন্মাদনা চলছে। আজকের দিন টি কে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে নানান ভালোবাসার পালিত হলো। কিন্তু ভুলে গেলে চলবে না সমগ্র ভারতবাসীর কাছে শোকের দিন হল ১৪ ফেব্রুয়ারি। পুলওয়ামাতে আজকের দিনে ভারতমায়ের বীর সন্তানেরা আত্মবলিদান দিয়েছিল দেশকে রক্ষা করতে। আর এই শোকের কথা মাথায় রেখে আমাদের কাছে ভ্যালেন্টাইন ডে নয়, বরং আজ মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি শপথ নেওয়ার দিন।
এই দেশ মাতৃকাকে রক্ষা করার শপথ নিতেই আমরা হাজির হয়েছিলাম আসানসোল রবীন্দ্রভবনে আজাদ হিন্দ স্মৃতি সৌধে এ কথা জানালেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিল এর চেয়ারম্যান বুম্বা মুখার্জী। স্মৃতি সৌধে শ্রদ্ধা জানানো হল পুলওয়ামা কান্ডে নিহত জওয়ানদের।
বুম্বা বাবু বলেন আমরা মনে করি, আজাদ হিন্দ শহীদের সঙ্গে পুলওয়ামার শহীদের কোনও পার্থক্য নেই। তারা সবাই ভারত মায়ের সন্তান। দেশ মাতৃকার জন্যই সবাই প্রাণ দিয়েছেন।
Be First to Comment