নিউজ স্টারডম : কলকাতা, ১৮ মে ২০২১। প্রেস ক্লাব, কলকাতা গভীর দুঃখের সঙ্গে বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক শীর্ষ বন্দ্যোপাধ্যায় এর আকস্মিক ও অকাল প্রয়াণে গভীর শোক ব্যক্ত করছে। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। তিনি স্ত্রী ও কন্যাকে রেখে গেছেন। সোম- মঙ্গলবারের (১৭-১৮ মে, ২০২১) গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি আজকাল পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেশ কিছুদিন জার্মানিতে দয়চেভেলে বেতারের বাংলা বিভাগে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
সুকণ্ঠ এবং সুব্যক্তিত্বের অধিকারি শীর্ষ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকতায় কৃতিত্ব অর্জনের সঙ্গে সাহিত্যিক হিসেবেও প্রতিষ্ঠা লাভ করেন। লেখা ও বলা উভয় বিষয়েই তাঁর বিশেষ পারদর্শীতা ছিল। তাঁর প্রকাশিত গল্প, উপন্যাসের মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় স্বাধীন বাংলা বেতারের ওপর লিখিত তাঁর তথ্যভিত্তিক উপন্যাস ‘ইথারসেনা’ খুবই জনপ্রিয়তা লাভ করে। অনুসন্ধানের ভিত্তিতে সংগৃহীত তথ্যকে সাহিত্যের মোড়কে উপস্থাপিত করার শৈলিতে উনি বিশেষ পারদর্শী ছিলেন।
শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক জীবনাবসানে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। সকল সদস্য সহ প্রেস ক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর এবং সম্পাদক কিংশুক প্রামাণিক এই উদীয়মান সাংবাদিক ও সাহিত্যিকের অকাল প্রয়াণে তাঁর পরিবার ও সতীর্থদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
Be First to Comment