Last updated on September 8, 2021
বিশেষ প্রতিনিধি : ৭ সেপ্টেম্বর, ২০২১। গত ৫ই সেপ্টেম্বর প্রীতম দেব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গীতিকার দিব্যদ্যুতি বিশ্বাসের কথায় এবং প্রীতম দেবের সুরে মুক্তি পেতে চলেছে নতুন বাংলা অরিজিন্যাল গান “প্রেমের করিডোরে”। গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন কেডি। গানটি গেয়েছেন বলিউডের প্রখ্যাত বাঙালী সঙ্গীত পরিচালক বিশাখ জ্যোতি, যিনি ইতিমধ্যেই নন ফিচার ফিল্ম “ক্রান্তিদর্শী গুরুজী”এর সঙ্গীত পরিচালনার জন্য সঙ্গীত পরিচালক হিসাবে জয় করে নিয়েছেন ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, হয়ে উঠেছেন সারা বাংলার গর্ব। বলিউডে সঙ্গীত পরিচালনার পাশাপাশি বিশাখজ্যোতি ইতিমধ্যেই কাজ করেছেন হলিউড প্রোজেক্টে। এই ব্যস্ত সময়সূচীর মাঝেই পুজোর মরশুমে সঙ্গীত পরিচালক প্রীতম দেবের “প্রেমের করিডোরে” গানটি গাইলেন বিশাখ জ্যোতি। সদ্য প্রকাশিত গানের টিজার টিও ইতিমধ্যেই যথেষ্ট প্রশংসিত হয়েছে নেট দুনিয়ায়।
Be First to Comment