মোল্লা জসিমউদ্দিন ; বিজেপির বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুতে সিবিআই তদন্তে গড়রাজি রাজ্য সরকার। মঙ্গলবার দুপুরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তর দাবিতে এক পিটিশনের শুনানি চলে। সেখানে কয়েক সপ্তাহ আগে সুপ্রিম কোর্ট রাজ্য কে সিবিআই তদন্ত প্রক্রিয়ায় মতামত জানতে নোটিশ পাঠিয়েছিল। সেই নোটিশের জবাবে এদিন রাজ্য সরকারের পক্ষে আইনজীবী সুপ্রিম কোর্টে জানিয়েছেন – ‘ইতিমধ্যেই বিধায়কের অস্বাভাবিক মৃত্যু মামলায় তদন্তের ভার যেমন জেলা পুলিশ থেকে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি কে দেওয়া হয়েছিল। ঠিক তেমনি সিআইডি এই মামলায় চার্জশিট দাখিল করেছে। আত্মহত্যার প্ররোচনার দায়ে দুজন কে গ্রেপ্তারও করেছে সিআইডি। এটি আত্মহত্যার ঘটনা, খুনের নয়। তাই সিবিআই তদন্তর প্রয়োজন নেই ‘। উল্লেখ্য, গত বছরের ১৩ জুলাই উত্তরবঙ্গের হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু ঘটে। হাত পা বাঁধা অবস্থায় মাটি থেকে কম দূরত্বে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর এতেই সন্দেহ তৈরি হয় এলাকাবাসীদের মধ্যে। জনপ্রিয় এই বিধায়ক বামদল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন।স্থানীয় পুলিশের তরফে ঋণ থেকে মুক্তি পেতে আত্মহত্যার ঘটনা বলে দ্রুত দাবি করা হয়। তবে দেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যে পুলিশের এহেন দাবিতেই রহস্যের গন্ধ পেয়েছিল জেলা বিজেপি নেতৃত্ব। তাই এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্ট থেকে এই মামলা আসে সুপ্রিম কোর্টে। কয়েক সপ্তাহের পর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তখন সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় তার দিকে তাকিয়ে রাজ্য রাজনীতি।


Be First to Comment