সৃঞ্চিনী পোদ্দার, হুগলীঃ ১৭ জুন, ২০২১। জামাইষষ্ঠী মানেই শাশুড়ি জামাই স্পেশাল দিন। নিজের হাতে সাজিয়ে গুছিয়ে শাশুড়িরা জামাইদের খাওয়ান। এটাই পরিচিত রীতি। আর রীতি পালন হয় ঘরে ঘরে। আজ্ঞে না। ঘরে ঘরে এই রীতি পালন হয় না। বহু পরিবার এই সংকটময় পরিস্থিতির শিকার। আয়হীন হয়ে পড়েছেন অনেকেই। কোনো ক্রমে কাটছে দিন। তার উপর এই সমস্ত নিয়ম রীতি। এই সব আর সামলে ওঠা হচ্ছে। তবে কি সেই সমস্ত পরিবারে জামাইষষ্ঠী পালন হবে না?
অভিনব ভাবনায় এবার রাস্তায় পালন করা হলো জামাই ষষ্ঠী অনুষ্ঠান। দুঃস্থ পরিবারের জামাইদের নিয়ে এক সাথে পালিত হলো জামাইষষ্ঠী। এর আগে এমন দৃশ্য হয়তো কখনও দেখা যায়নি। হুগলির চাপদানি বিধানসভার নব নির্বাচিত বিধায়ক অরিন্দম গুইনের উদ্যোগে এবার দুঃস্থ পরিবারের জামাইদের নিয়ে পেট পুজোর ব্যবস্থা করা হয়। পাতে ভাত, পাঁচ রকম ভাজা , মাছ , মাংস থেকে শুরু করে শেষ পাতে ছিলো দই মিষ্টিও। জামাই আপ্যায়নে কোনো রকম খামতি রাখলেন না চাপদানির বিধায়ক অরিন্দম গুইন। নিজে দাঁড়িয়ে থেকে জামাইদের খাওয়ালেন তিনি। এর আগে নির্বাচনে জয়লাভ করে এই জায়গায় বহু বিধায়ক এসেছেন। তবে এমন এক অভিনব ভাবনার কথা কেউ ভাবেনি। একেবারে নজির গড়লেন হুগলির চাপদানি বিধানসভার নব নির্বাচিত বিধায়ক অরিন্দম গুইন। বিধায়কের এই কর্মকান্ডে আপ্লুত চাপদানির মানুষেরা।
Be First to Comment