Press "Enter" to skip to content

বিধান শিশু উদ্যানে শিশু দিবস উদযাপন

Spread the love

গোপাল দেবনাথকলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানের কালিকাপ্রসাদ মুক্তমঞ্চে মহাসমারোহে পালিত হল শিশু দিবস। সেইসাথে প্রাক্তনীদের নিয়ে চলে বিজয়া সম্মিলনী। প্রথমে উদ্বোধনী সংগীত পরিবেশন করে এই উদ্যানের শিক্ষাত্ৰীরা রবীন্দ্রসঙ্গীতনজরুলগীতি, শিশু কিশোর দের আবৃত্তি, কবিতা পাঠ, সংগীত পরিবেশন ছোট ছেলে মেয়েদের যোগাসন প্রদর্শন সহ নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক শ্রোতাদের আনন্দ দান করে।এক শিশু যোগ প্রদর্শন কারীর কপালে জলের গ্লাস নিয়ে প্রদর্শন উপিস্থিত সকলের নজর কেড়েছে।দুই কিশোরীর নৃত্য প্রদর্শন বেশ সকলের ভালো লেগেছে। ভারতবর্ষের ‘প্রথম’ প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে শিশু দিবস যথেষ্ট আড়ম্বরের সাথে পালন করা হলো এই বিধান শিশু উদ্যানে। সারাদেশের সাথে এইরাজ্যেও পালিত হয়েছে এই শিশু দিবস। শিশু দিবস পালনে বিধান শিশু উদ্যানের অবস্থান একটু অন্যরকম। কেননা বিধান শিশু উদ্যানের প্রতিষ্ঠাতা অতুল্য ঘোষ ছিলেন একজন নিখাদ শিশু প্রেমি। যিনি ‘কানাদাদু’ হিসাবে বাঙালি জগতে অত্যন্ত পরিচিত ছিলেন। অতুল্য ঘোষ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের দক্ষিণহস্ত হিসাবে ছিলেন। ছিলেন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা। তিনি এতটাই শিশু প্রেমি ছিলেন যে রাজ্যে সর্বপ্রথম শিশুদের সুচিকিৎসার জন্য ফুলবাগানে “বিধান শিশু হাসপাতাল” তৈরি করতে অন্যতম ভূমিকা নিয়ে ছিলেন। সেইসাথে হাডকো মোড় সংলগ্ন এলাকায় প্রায় ৬০ একর জমি নিয়ে বিধান শিশু উদ্যান গড়েন তিনি। এই শিশু উদ্যানে ছবি আঁকা, সাঁতার শেখানো, যোগ ব্যায়ামের পাশাপাশি মেধা অন্বেষা, মাধ্যমিক – উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র সারা বছর ধরে চলে। বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার জানান – “শিশু দিবস পালনে আমরা আমাদের ক্ষুদে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ করাতে পূর্ণ মাত্রায় সহযোগিতা করি। শিশুদের সার্বিক প্রতিভা বিকাশে নিরলস ভাবে কাজ করে চলেছে বিধান শিশু উদ্যান “।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.