গোপাল দেবনাথ: কলকাতা, ২১ জুন, ২০২০।আজ ছিল সূর্য গ্রহণ। এছাড়াও আমাদের দেশের নানা রাজ্য থেকেও এই অপরূপ মহাজাগতিক সূর্য গ্রহণ দেখা গেছে। কোটি কোটি মানুষ এই দৃশ্যের সাক্ষী থেকেছেন।এই মহাজাগতিক বিশ্ব নিয়ে আমাদের ছোটবেলা থেকেই আগ্রহের সীমা নেই। সূর্য চাঁদ তারা গ্রহ নক্ষত্র এই সবের প্রতি ছোটদের আগ্রহ আগে ও ছিল এখনও আছে। এই সব ছোট শিশু কিশোরদের উৎসাহ দিতে বিধান শিশু উদ্যানের জন্য কেনা হয়েছিল চারটে টেলিস্কোপ বেশ কয়েক মাস আগে।
প্রাথমিকভাবে কথাও হয়ে গিয়েছিল জ্যোতির বিজ্ঞানী ড.দেবীপ্রসাদ দুয়ারীর সঙ্গে। বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য মহাকাশ বিষয়ে কি ধরনের ক্লাস করা যায় তা নিয়ে এক প্রস্থ আলোচনা হয়ে গিয়েছিল। কিন্তু লকডাউনের জন্য সমস্ত কিছুই ওলটপালট হয়ে গেলো। তবে এই সব নিয়ে চিন্তার কোনো কারণ নেই এই সমস্যা অবশ্যই সাময়িক।
করোনা ভাইরাসের আতঙ্ক কাটলেই এবং সব কিছু স্বাভাবিক হলেই আমরা বিধান শিশু উদ্যানে শুরু করে দেবো টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণের ক্লাস। আজ সকালেই বিশেষ একটি মহাজাগতিক ঘটনা আংশিক সূর্য গ্রহণ দেখা গেল এই রাজ্য থেকে। বর্ষার মেঘের কারনে আকাশ পরিষ্কার পাওয়া গেলো না।
সোলার ফিল্টারের সাহায্যে বিরল সেই দৃশ্যের ছবি তুলতে পারা গেল না কোনো ভাবেই। গতকাল দুপুর থেকে ম্যানুয়াল দেখে দেখে টেলিস্কোপটার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো জুড়েছি। যন্ত্রটিতে প্রান প্রতিষ্ঠা পেলেও কোনো কাজে লাগানো গেল না বলে আফসোসের গলায় জানালেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার।
Be First to Comment