নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩১ ডিসেম্বর ২০২৪।বিধাননগর জাতীয় মহিলা নাট্যোৎসব। সুদূর অতীতে এই রকম প্রয়াস হয়েছে বলে মনে পরে না। ইস্পাত এর সম্পাদক উপস্থিত সাংবাদিকদের জানান নাট্যচর্চায় উৎসাহ দিতে এবং বিশেষ করে মহিলাদের কে আরও সচেষ্ট হওয়ার স্বার্থে এই প্রচেষ্টা আমরা শুরু করলাম। প্রথম বছর এই রকম একটা প্রচেষ্টা করতে সত্যিই খানিকটা চিন্তায় ছিলাম। পুরো মহিলাদের নাটকের দল পাওয়া সত্যিই খুব কঠিন কাজ ছিলো। কিন্তু সকলের উৎসাহ ও উদ্দীপনা আমদের সাহস যুগিয়েছে আগামী দিনেও কাজ করে যাওয়ার জন্য।
২৫-২৯ ডিসেম্বরে ৫ দিনে মোট ১৪ নাটকের দল ও ১০ টি নাটকের গান এর দল অংশগ্রহণ করে।
উৎসব এর শুভ উদ্বোধন করেন প্রবীণ নাট্য অভিনেত্রী আলোকা গাঙ্গুলী, ছিলেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহ অধিকর্তা তাপস সামন্ত রায়। ইস্পাতের উপদেষ্টা সুব্রত ঘোষ।
অলকা গাঙ্গুলি বলেন আগে এরকম অনুষ্ঠান খুব হতো। এখন এই প্রচেষ্টা প্রায় কমে এসেছে। আমাদের এই কাজ চলিয়ে যেতে হবে।
EZCC র সহ অধিকর্তা তাপস সামন্ত রায় জানান EZCC চায় এই রকম নাট্যাৎসব আরোও বেশি করে হোক। EZCC সবসময় পাশে থাকবে।
বিধাননগর পৌর নিগম এর চেয়ারম্যান সব্যসাচী দত্ত শুভেচ্ছাবার্তা তে বলেন এই রকম অনুষ্ঠান এর মধ্যে নারী সচেতনতার ক্ষেত্রে ভীষন দরকার। নারীরা পারেন এক সুস্থ সামাজ গড়ে তুলতে। ইস্পাতের উপদেষ্টা সুব্রত ঘোষ বলেন ইস্পাত যে প্রচেষ্টা করে তার দীর্ঘদিন চলিয়ে যাবার চেষ্টা করে।
নাটকের নানা আঙ্গিক তুলে ধরা হয়েছে এই নাট্যোৎসব এর মধ্যে দিয়ে। সুদূর শিলিগুড়ি, আগারপাড়া, বেহালা, কাঁচড়াপাড়া, সোনারপুর এবং বিধাননগর এর বিভিন্ন নাটকের দল তাদের নাটক পরিবেশন করেন।
এছাড়াও ছিলো বিভিন্ন গানের দল যারা নাটকে ব্যবহৃত নাটকের গান পরিবেশন করেন। রবিঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নাটকের গান পরিবেশন করেন।
উল্লেখজনক বিদ্যালয় থেকে পরিবেশন এ ছিলো শিলিগুড়ি জোৎস্নাময়ী হাই স্কুল- অশোক নগর বিদ্যাসাগর বানী ভবন বিদ্যালয় ও বিধাননগরের ভগবতী দেবী বালিকা বিদ্যালয়।
বিধাননগরের তিনটি দল BA Block, AG Block এর মাস্তুল ও CF Block এর মহিলারা নাটক উপস্থাপন করেন।
এছাড়াও ছিলো ঢেউ, কলকাতা যোগসূত্র, রামধনু, মেঘমল্লার, অমরা নাটুকে ও স্বতন্ত্র।
নাটকের গান পরিবেশন করেন ছায়ানট, রাম্যানি, গোধূলী আলো, কালাপী, আনন্দম, অদ্বিতীয়া, স্পন্দন, আহমণি,বাহার সহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষ এ সকলকে সম্মানিত করা হয়।
এই ৫দিন EZCC রঙ্গমঞ্চ ভরে ছিলো নাটক ও গানে এবং সকলে এক আনন্দ সুন্দর অনুষ্ঠান উপভোগ করেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মৌসুমি রায় চৌধুরী, শান্তা গাঙ্গুলী, অভিজিৎ চৌধুরী, চিত্রা সরকার সহ অনেকে।
আগামী দিনে আরো বড় আয়োজনের কথা ভাবছেন ইস্পাতের সম্পাদক রীতেশ বসাক।
বিধাননগরের বুকে এক অভিনব কর্মসূচি শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন ইস্পাত….।

More from GeneralMore posts in General »
- পরিবারে একত্রিত, বয়সে বিভক্ত: হেল্পএজ ইন্ডিয়ার প্রতিবেদন আন্তঃপ্রজন্মীয় বন্ধন কে জোরদার করার আহ্বান জানায়…।
- নতুন সংসার শুরু করার স্বপ্ন স্বামী স্ত্রীর চোখে, ভালোবাসার হাসি, প্লেনে চড়ার আনন্দ, বিদেশ যাত্রা সব কিছু কেমন যেন আকাশ এই মিলিয়ে গেল আর হঠাৎ করে হয়ে গেল সবাই আকাশের-তারা…।
- Lupin Receives Tentative Approval from U.S. FDA for Oxcarbazepine ER Tablets….
- ইংরেজি দৈনিক ইকো অফ ইন্ডিয়া গ্রুপের বিশ্ব পরিবেশ দিবস পালন…।
- Cycling is Faster than Perceived – Beats Cars in Congested Corridors….
- দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর্ব হল শেষ, বাংলাদেশে এই দিনটার গুরুত্ব অশেষ…।
Be First to Comment