গোপাল দেবনাথ : কলকাতা, ২৬ সেপ্টেম্বর, ২০২৩। বিদ্যায় যিনি সাগর সমান তিনিই হলেন বিদ্যাসাগর। আপামর বাঙালি এবং বাংলাভাষী তাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। তারই সৃষ্টি বর্ণ পরিচয়। ২৬শে সেপ্টেম্বর মঙ্গলবার বিদ্যাসাগর মহাশয়ের ২০৩ তম জন্মদিবস। এই বিশেষ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি এবং বেসরকারি স্তরে এই দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করলো। এই শহর কলকাতার অন্যতম প্রাচীন ক্লাব হলো মিলন সমিতি। এই মিলন সমিতির ঠিক উল্টোদিকেই বিদ্যাসাগর মহাশয়ের বসতবাড়ি।
এইদিন মিলন সমিতি (ঋষিকেশ পার্ক )-এর পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধার সাথে মাল্যদান ও পুষ্প স্তবক প্রদান করলো বিদ্যাসাগর মহাশয়ের মর্মর মূর্তিতে। এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত মিলন সমিতির সম্পাদক উমাপতি দত্ত এবং সভাপতি সঞ্জিত মিত্র সহ এই ক্লাবের সম্মানিত সদস্যগণ। মিলন সমিতির সদস্যরা প্রতিবছর বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিবস ও তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করে থাকেন। একটি কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় (বিদ্যাসাগর মহাশয়ের কলকাতার বাদুর বাগানের বাড়িতে, বর্তমানে “বিদ্যাসাগর একাডেমী”)|
Be First to Comment