Press "Enter" to skip to content

বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু ছিলেন বিশ্বখ্যাত পদার্থ বিজ্ঞানী, কোয়ান্টাম স্ট্যাটিসটিক্সের উদ্ভাবক, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পথিকৃৎ……।

Spread the love

জন্মদিনে স্মরণঃ বি জ্ঞা না চা র্য স ত্যে ন্দ্র না থ ব সু

বাবলু ভট্টাচার্য : তিনি এক অনন্য বাঙালি, বিশ্বখ্যাত পদার্থ বিজ্ঞানী, কোয়ান্টাম স্ট্যাটিসটিক্সের উদ্ভাবক, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পথিকৃৎ। পিতা সুরেন্দ্রনাথ বসু। মা আমোদিনী দেবী। সত্যেন্দ্রনাথ সাত ভাই-বোনের মধ্যে সবার বড়।

শিক্ষা জীবন শুরু হয় নর্মাল স্কুলে। হিন্দু স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেন। তারপর ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। ১৯১৩ সালে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক এবং ১৯১৫ সালে একই ফলাফলে মিশ্র গণিতে এম.এস.সি ডিগ্রি অর্জন করেন।

কলকাতা বিজ্ঞান কলেজে কর্মজীবন শুরু। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে রিডার হিসেবে যোগ দেন। ইউরোপে লুই ডি ব্রগলি, মেরি কুরি, আইনস্টাইনের সাথে কাজ করার সুযোগ লাভ করেন।

তাঁর গবেষণার ক্ষেত্র ছিল গাণিতিক পদার্থবিদ্যা। তিনি আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস-আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন— যা পদার্থ বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে বিবেচিত হয়। অত্যন্ত মেধাবী সত্যেন্দ্রনাথ কর্মজীবনে সম্পৃক্ত ছিলেন বৃহত্তর বাংলার তিন শ্রেষ্ঠ শিক্ষায়তন কলকাতা, ঢাকা ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। সান্নিধ্য পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র রায়, মাদাম কুরী– প্রমুখ মণীষীর।

অনুশীলন সমিতির সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক ও স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবীদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখতেন দেশব্রতী সত্যেন্দ্রনাথ। সারাজীবন ধরে তিনি বাংলায় বিজ্ঞান চর্চার ধারাটিকে পুষ্ট করে গেছেন। ‘বিজ্ঞান পরিচয়’ নামে একটি পত্রিকাও প্রকাশ করেন তিনি। ব্যক্তিজীবনে তিনি ছিলেন নিরলস, কর্মঠ ও মানবদরদী মণীষী। বিজ্ঞানের পাশাপাশি সঙ্গীত ও সাহিত্যেও ছিল তাঁর আন্তরিক আগ্রহ ও বিশেষ প্রীতি।

তিনি ১৯৪৪ সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে ১৯৪৮ সালে কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গঠিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে এমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ করে। ১৯৫৬-৫৮ সাল পর্যন্ত বিশ্বভারতীর উপাচার্য ছিলেন। ১৯৫৯ সালে জাতীয় অধ্যাপকের স্বীকৃতি পান। লন্ডনের রয়াল সোসাইটির ফেলো হন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে দেশিকোত্তম এবং ভারত সরকার পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করে ।

১৯৭৪ সালের ৪ ফেব্রুয়ারি তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।

বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু ১৮৯৪ সালের আজকের দিনে (১ জানুয়ারি) উত্তর কলকাতার ঈশ্বর মিত্র লেনে জন্মগ্রহণ করেন।

More from EducationMore posts in Education »
More from InternationalMore posts in International »
More from ScienceMore posts in Science »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.