Press "Enter" to skip to content

বিজেপি মহিলা মোর্চার পুজোর অনুষ্ঠানে গানে ঋদ্ধি বন্দোপাধ্যায়….।

গোপাল দেবনাথ : ২৪, অক্টোবর, ২০২০। বিশ্বের সমগ্ৰ বাঙালির প্রিয় উৎসব দুর্গোৎসব। এই করোনা অতিমারীর কারণে সাধারণ মানুষ পুজো মণ্ডপে প্রবেশ করে দুর্গা মা কে দর্শন করতে পারছেন না। বিশিষ্ট মানুষজন ও ভার্চুয়ালি পুজোর উদ্বোধন সেরেছেন। কলকাতায় ইজেডসিসি তে আয়োজিত দুর্গা পুজোর সকালে অনলাইনে পুজো উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

পরে অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী তাঁর সংস্থা দীক্ষামঞ্জরীর শিল্পীরা। উপস্থিত ছিলেন বাংলার দাদা সৌরভ গাঙ্গুলী। ইজেডসিসিতে এদিনের বিকেলের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী ঋদ্ধি বন্দোপাধ্যায়। ঋদ্ধি পঞ্চকবির গানের পথিকৃত। সারা বিশ্বে বাংলা গানের জগতে তিনি পঞ্চকবির কন্যা হিসেবে পরিচিত। উল্যেখযোগ্য গান গুলোর মধ্যে বন্দেমাতরম্, আমি যাবো না, যাবো না ঘরে, ধনধান্য পুষ্পভরা,

আজি বাংলাদেশের হৃদয় হতে ইত্যাদি। ঋদ্ধি বললেন,”করোনার আবহে এ এক অন্যরকম পুজোর দিন কাটাচ্ছি। ঈশ্বরের কাছে প্রার্থনা এই বিপদ থেকে এই পৃথিবীকে মুক্তি দিন।সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। সমস্ত সাবধানতা মেনে চলুন।”

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *