মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ৮ জুলাই ২০২১। রাজনৈতিক ময়দানে একে অপরের প্রতি আক্রমণ আমরা হামেশাই দেখি।আবার দেখি রাজনৈতিক সৌজন্যতা।তবে কট্টর বিরোধীর পদ প্রাপ্তি না ঘটাতে দুঃখ পাওয়ার ঘটনা প্রকাশ্যে এলো বুধবার। এদিনই কেন্দ্রীয় মন্ত্রীসভা সম্প্রসারণে ৪৩ জন সাংসদ কে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এরমধ্যে ৪ জন বাংলার।উত্তরবঙ্গের কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা।এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়ার সাংসদ ডক্টর সুভাষ সরকার এবং বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এদিন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন দিল্লির রাইসিনা হিলসে। তবে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় এবং রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী মন্ত্রিত্ব খুইয়েছেন। ঠিক এইরকম পরিস্থিতিতে রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন কলকাতা পুরসভার বৃক্ষরোপণ কর্মসূচি পালনে এসে জানালেন – ‘ দিলীপদার জন্য দুঃখ হয়।এবারে কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেলেননা। লোকটি বঞ্চিত ‘। রাজনৈতিক কারবারিরা মনে করছেন -‘ একাধারে যেমন কেন্দ্রীয় মন্ত্রিত্ব না পেয়ে সাংসদ সৌমিত্র খাঁ যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিরোধী দলনেতার ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছেন,ঠিক তেমনি বিজেপির ১৮ জন সাংসদদের মধ্যে অনেকেরই মন্ত্রিত্ব না পাওয়া নিয়ে চোরাক্ষোভ রয়েছে। সেখানে ফিরহাদ হাকিম অত্যন্ত সুচতুরভাবে দিলীপ ঘোষ এর মন্ত্রিত্ব না পাওয়াতে দুঃখ প্রকাশ করে বিজেপির আভ্যন্তরীণ বিবাদ আরও চাঙ্গা করতে চাইলেন….
বিজেপির দিলীপ কেন্দ্রীয় মন্ত্রিত্ব না পাওয়ায় ‘দুঃখ’ তৃণমূলের ফিরহাদের…..।
More from GeneralMore posts in General »
- পরিবারে একত্রিত, বয়সে বিভক্ত: হেল্পএজ ইন্ডিয়ার প্রতিবেদন আন্তঃপ্রজন্মীয় বন্ধন কে জোরদার করার আহ্বান জানায়…।
- নতুন সংসার শুরু করার স্বপ্ন স্বামী স্ত্রীর চোখে, ভালোবাসার হাসি, প্লেনে চড়ার আনন্দ, বিদেশ যাত্রা সব কিছু কেমন যেন আকাশ এই মিলিয়ে গেল আর হঠাৎ করে হয়ে গেল সবাই আকাশের-তারা…।
- Lupin Receives Tentative Approval from U.S. FDA for Oxcarbazepine ER Tablets….
- ইংরেজি দৈনিক ইকো অফ ইন্ডিয়া গ্রুপের বিশ্ব পরিবেশ দিবস পালন…।
- Cycling is Faster than Perceived – Beats Cars in Congested Corridors….
- দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর্ব হল শেষ, বাংলাদেশে এই দিনটার গুরুত্ব অশেষ…।
Be First to Comment