Press "Enter" to skip to content

বাসন্তী মা দূর্গা……।

Spread the love

মীনা কুমারী দেবী :-

কাশ-বিহীন গন্ধে
আজ মা একেলা !
আজ আবারও গণ্ডি আঁকা,
মুখোশের আড়ালে মুখখানি,
মা আজ আর দেখতে পাবে না;
আবার ও মা একেলা—
যদি রাক্ষসী ধেয়ে আসে,
মুখোশের আড়ালেই?
তুমি উপোস চলে যাবে মা—
হে হৈমবতী–হর-ঘরনী,
তুমি এই ধরণীকে
আলো দেখাও মা!
যদি মানব ধ্বংস হয়ে যায়,
তবে ফুল-বেলপাতা আর
দূর্বার কি দরকার ?
কুমোর-পাড়া থাকলে,
তোমার মঙ্গল-ঘট আর
সেই মঙ্গল-ঘটে তোমার পূজো!
তাই বলছি আজ মা একেলা—
তোমার মনষা কন্যা তো,
বাম হাতে পূজো নিয়েছিলো,
শুধু একটু ভক্তের হাতে;
পুষ্পাঞ্জলি পাবার আশায়—
জিইয়ে রেখেছিলো—
তাই বলছি এখনো
তৃতীয় নয়ন খানা খোল!
না হয় পৃথিবীর জন্য—

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.