সংগীতা চৌধুরী : কলকাতা, ১৬, আগস্ট, ২০২০।সম্প্রতি এক বিরল প্রজাতির আমেরিকান উড ডাক দেখা গেছে হাওড়ার বালিতে । বালির ঘোষপাড়ার বাঁকপুকুরের একটি বড় জলাশয়ে তাকে ঘুরে বেড়াতে দেখা যায় । পক্ষী বিশেষজ্ঞদের মতে, এই ডাকটি হলো একটি অ্যাডাল্ট মেল আমেরিকান উড ডাক। এই ক্যারোলিনা ডাক বিশেষতঃ নর্থ আমেরিকায় দেখা যায় । নর্থ আমেরিকার এটি সবচেয়ে রঙিন পাখি।এই পাখির হদিশ জানতে পেরে ঘোষপাড়ায় মানুষের ঢল নামে । সবাই এই রঙিন পাখিটিকে ক্যামেরা বন্দি করতে চায়, তারজন্য হুড়োহুড়ি পড়ে যায়। এমন একটি পাখি এখানে কি করে এলো , এই নিয়ে চলে নানা জল্পনা কল্পনা। কারো মতে , , কেউ হয়তো বেআইনিভাবে পাখিটিকে নিয়ে এসে ধরা পড়ার ভয়ে ছেড়ে দিয়েছে। তবে যাইহোক পাখিটি কিন্তু এই বালির জলাশয়ে বিন্দাস আছে। ডাকটিকে উড়তে ও দেখা যায় । রাতে সে নিকটবর্তী একটি গাছে আশ্রয় নেয় আর ভোরে আবার রঙিন ডাকটি জলাশয়ে গিয়ে গা ভাসায়। অন্যান্য স্থানীয় ডাকদের সঙ্গে সে মিলে মিশেই সারাদিন ঘুরে বেড়ায়। তাই চিড়িয়াখানার এক্সপার্টরা তাকে দেখে এলেও চিড়িয়াখানায় আপাতত আনার কথা ভাবেন নি । বিদেশি পাখি মনের আনন্দে নতুন বন্ধুদের নিয়ে মেতে আছে।
ছবিটি তুলেছেন – জয়দেব ঘোষ।
Be First to Comment