গোপাল দেবনাথ : বার্নপুর : ৯ মে ২০২১। আজ আমাদের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মদিবস। এরই মাঝে সমাজসেবী সংস্থা অল ইন্ডিয়া হিউম্যান রাইটস প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় চেয়ারম্যান বুম্বা মুখার্জীর শুভ জন্মদিন গতকাল ই ছিল। তারই দেখানো পথে সংস্থার সদস্যরা দেশ জুড়ে সারা বছর ধরেই সেবাকার্য চালিয়ে যাচ্ছে। আজ বার্নপুর ফুড ব্যাংক এর ৩৬৭ তম দিনে সংস্থার চেয়ারম্যান বুম্বা মুখার্জী’র জন্মদিন উপলক্ষে প্রতি বছর এর ন্যায় এই বছর পালন করলো। চারিদিকে করোনা মহামারীর কথা মাথায় রেখে এবং মহামারীর বিধিনিষেধ মেনেই বাবাই ব্যানার্জী (পশ্চিম বর্ধমানের অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর যুব সম্পাদক) এর তত্ত্বাবধানে ও সুশান্ত বাউরি’ র একান্ত সহযোগিতায় ১৫০ জন দুঃস্থ হতদরিদ্র মানুষের হাতে রাতের খাবার তুলে দিল। খাবারের থালিতে ছিল (ভাত, সবজি ও ডিমের তরকারি) জুবলী বাসস্ট্যান্ড, বার্নপুর স্টেশন সংলগ্ন এলাকাতে এই খাবার পরিবেশন করলো সংস্থার সদস্যরা। বাবাই ব্যানার্জী বলেন আশা করি আমরা এই মহামারী পরিস্থিতি একদিন জয় করবো এবং আমাদের প্রিয় বুম্বাদা’র জন্মদিন আরো বড় ভাবে পালন করে তার দেখানো পাথেই আমরা মানব সেবায় নিজেদের নিয়োজিত করতে পারবো।
বার্নপুর স্টেশন সংলগ্ন এলাকাতে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর ফুড ব্যাংকের সদস্যরা ১৫০জন দুঃস্থ মানুষের হাতে রাতের খাবার তুলে দিল…….।
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment