গোপাল দেবনাথ : কলকাতা, ২০ জানুয়ারি ২০২২। দু বছর চলা করোনা অতিমারীর প্রভাব সব পেশার সাথে সাথে বিনোদন পেশাও চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সিনেমা ও সিরিয়ালের শ্যুটিং ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু সিনেমার শ্যুটিং মাঝপথে বন্ধ হয়ে গেছে। যদিও বা সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কিন্তু করোনা কালীন সময়ে দর্শকের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রযোজনা সংস্থা। তা সত্ত্বেও হিন্দি ও বাংলা সিনেমার শ্যুটিং প্রতিনিয়ত হচ্ছে। এই বাংলা থেকেই হিন্দি সিনেমার শ্যুটিং হচ্ছে, বহু অভিনেতা ও অভিনেত্রী কাজের সুযোগ পাচ্ছেন। তেমনই এক ছোট পর্দার পরিচিত মুখ ‘শিল্পী’ এইবার কাজ করতে চলেছেন একটি হিন্দি ছবিতে। ছবির নাম ‘গিরগিট’, সেখানে কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের ছোট বোনের বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘শিল্পী’কে। জি বাংলার ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের এই পরিচিত মুখ এর আগেও একটি বাংলা ছবি করেছেন, ‘ভটভটি’, যার মুক্তি আটকে রয়েছে শুধুমাত্র করোনা পরিস্থিতির কারণে। ধাগা ফিল্মসের প্রযোজনায় ‘গিরগিট’ ছবিটি পরিচালনা করছেন বাপ্পা, যাঁর এর আগের ছবি ছিল ‘শহরের উপকথা’।
গিরগিট ছবিতে অভিনয় করছেন মুম্বইয়ের সাড়া জাগানো অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য, জয় সেনগুপ্ত, ডোনা মুন্সী ও ঈপ্সিতা চক্রবর্তীর মতো অভিনেতা ও অভিনেত্রীরা। এর পাশাপাশি জনপ্রিয় অভিনেত্রী কনীনিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে স্বভাবতই আনন্দিত ও উত্তেজিত অভিনেত্রী’ শিল্পী’। শিল্পী বলেন,আশা করছি ‘খুব শীঘ্রই আপনাদের আরো একটা ভালো খবর দিতে পারবো।
Be First to Comment