শতভিষা দত্ত: কলকাতা, ৭ জুলাই ২০২০। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আজ জন্মদিন। ৩৯ বছরে পদার্পণ করলেন তিনি। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অভিনয় জগতের শিল্পীরাও তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ঐ তালিকায় শীর্ষে রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন । করোনা-র পরিপ্রেক্ষিতে নিরাপদে বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একদা সতীর্থ বীরেন্দ্র সহবাগ এই জন্মদিন উপলক্ষে ধোনিকে ট্যুইটে বার্তা পাঠিয়েছেন সাতসকালেই । এর প্রেক্ষিতে সহবাগ জানিয়েছেন ধোনির মত প্রতিভাবানেরা এক প্রজন্মকে উঁচুতে তুলে ধরতে সমর্থ । দেশবাসীর কাছে আগামীদিনের পথ প্রদর্শক তথা আলোকবর্তিকা। এমন খেলোয়াড় সমগ্র জাতির অগ্রদূত।
এ প্রসঙ্গে অভিনন্দন জানাতে গিয়ে রাজ্যসভার সাংসদ ও অভিনেত্রী রূপা গাঙ্গুলি, বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় ট্যুইটে করে প্রাক্তন অধিনায়ককে জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন । উল্লেখ্য, রাজ্য পর্যটন দপ্তরের ঘোষণা অনুযায়ী, ঝাড়খণ্ডের ব্রান্ড আ্যম্বাসাডর। প্রতিবেশী রাজ্যের পর্যটন শিল্পের প্রসারে তিনি প্রচার দূত। রাজধানী রাঁচির হারেম কলোনিতে বাসভবন রয়েছে তাঁর।
এক ফার্ম হাউস গড়েছেন। সবুজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেখানে।
Be First to Comment