নিউজ স্টারডম: কলকাতা ৩০শে জানুয়ারি ২০২০ প্রযোজক ববি মন্ডল জানালেন আমার প্রোডাকশন হাউসে কোন টাকা পয়সা দিয়ে নয়, বরঞ্চ নতুন নতুন প্রতিভাবানদের সুযোগ দিই শুধুমাত্র তাঁদের অভিনয় দক্ষতার মাধ্যমে। আশীষ বসাক পরিচালিত বাংলা শর্ট ফিল্ম ‘দি সাইকিয়াট্রিস্ট’ এবং পরিচালক অনুপ সম্মাদার পরিচালিত বাংলা শর্ট ফিল্ম ‘কালচক্র ‘-র স্ক্রিনিং। কলকাতায় অবস্থিত বিড়লা প্ল্যানেটরিয়ামের সেমিনার হল-এ এই আনন্দানুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবিকা মুখার্জী, অভিনেতা পলাশ গাঙ্গুলি, অভিনেতা বরুণ চক্রবর্তী, মিসেস উমেন অফ দ্যা ইউনিভার্স ২০১৯, দ্বিতীয় রানার আপ সম্মানিত অপ্সরা গুহঠাকুরতা, লেখিকা পদ্মিনি দত্ত শর্মা, অভিনেতা সোহেল দত্ত, পরিচালক তথা অভিনেতা নারায়ণ রায়, ছবির পরিচালক সহ কলাকুশলীরা।পরিচালক আশীষ বসাক পরিচালিত ‘দি সাইকিয়াট্রিস্ট’ ছবির সংক্ষিপ্ত কাহিনী এরকম-প্রগতিশীলযুগে আমরা যতই আধুনিক হচ্ছি ঠিক ততই আমাদের জীবনে বাসা বাঁধছে একাকীত্ব। আর একসময় এই একাকিত্ব নিয়ে আসছে ‘হিকিকোমরি’ নামক রোগ। ঠিক তেমনি এই গল্পে ‘হিকিকোমরি’-র শিকার জোজো নামক একটি মেয়ে। এই রোগ থেকে মুক্তি পেতে জোজো সন্ধান পায় এক সাইকিয়াট্রিস্টের তবে কি সাইকিয়াট্রিস্টের হাত ধরে জোজো মুক্তি পাবে এই রোগের হাত থেকে ? নাকি ‘হিকিকোমরি’-র জালে হারিয়ে যাবে জোজো? এমনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরিচালক আশীষ বসাক পরিচালিত বাংলা শর্ট ফিল্ম ‘দি সাইকিয়াট্রিস্ট’।ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়শ্রী খাড়া, ঋদ্ধিমা চ্যাটার্জি, ববি মন্ডল, অশোক মন্ডল। এছাড়াও রয়েছেন ফারুক মলিক, শ্রেয়া চ্যাটার্জি, আশীষ বসাক সহ প্রমুখ। এই কাহিনী এবং স্ক্রিপ্ট লিখেছেন জয়শ্রী খাড়া। প্রযোজনায় ববি মন্ডল। সিনেমাটোগ্রাফারের দায়িত্ব সামলেছেন পার্থ পাল এবং এডিটিং-এ অনিতেশ অধিকারী।অ্যাসিসটেন্ট ডিরেক্টরের দায়িত্বে বিশ্বজিৎ চক্রবর্তী। অপরদিকে,পরিচালক অনুপ সম্মাদার পরিচালিত ‘কালচক্র’-এর সংক্ষিপ্ত কাহিনী হল- আমাদের স্মৃতিবিজড়িত জীবনে অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে একজন মানুষের জন্য কোন সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হয়ত ব্যাখ্যা করা বড় অসম্ভব। এরইমাঝে জীবনচক্রে আপনি যদি কোনদিন ফেঁসে যান প্রিডেস্টিনেশন প্যারাডক্স অর্থাৎ পূর্বনির্ধারণের পূর্বাভাস-এ।
তাহলে কেমন হবে আপনার জীবন? ঠিক তেমনি পূর্বনির্ধারণের পূর্বাভাস চক্রে ফেঁসে যায় নীল । সে নিজেই দিশাহারা যে তার সাথে আসলে কি ঘটছে? একইসঙ্গে তাঁর সাথে এই চক্রে ফেঁসে যায় তাঁর কাছের মানুষগুলো। এদিকে নীল ছাড়া এই চক্রের সম্পর্কে সবাই অজানা । নীল কি আদৌ পারবে নিজেকে এবং তাঁর কাছের মানুষগুলোকে এই চক্র থেকে বার করতে? নাকি কালের চক্রে বন্দি হয়ে থাকবে তাঁরা? এমনই গল্পের মোড়ক নিয়ে পরিচালক অনুপ সম্মাদার পরিচালিত বাংলা শর্ট ফিল্ম ‘কালচক্র’ইনোমানিয়া মোশন পিকচার্স নিবেদিত এই রোমহর্ষক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতজিৎ চট্টোপাধ্যায়, জয়শ্রী খাড়া । এছাড়াও অভিনয় করেছেন ববি মন্ডল, শ্রেয়া চক্রবর্তী। কাহিনী লিখেছেন জয়শ্রী খাড়া এবং ছবির প্রযোজনা করেছেন ববি মন্ডল। ডিওপি-র দায়িত্ব সামলেছেন সন্দীপ পাত্র। এদিন এই দুই স্বল্প দৈর্ঘ্যের ছবি সম্পর্কে প্রযোজক ববি মন্ডল জানান, “আমার প্রোডাকশন হাউসে কোন টাকা পয়সা দিয়ে নয়, বরঞ্চ নতুন নতুন প্রতিভাবনদের সুযোগ দিই শুধুমাত্র তাঁদের অভিনয় দক্ষতার মাধ্যমে। আর ছবি সম্পর্কে বলতে গেলে বলতেই হয় দর্শকদের এত ভালো রেসপন্সই আমায় আরো এগিয়ে যেতে উৎসাহিত করে।” তিনি একাধারে পরিচালক তথা স্ক্রিপ্ট রাইটার, এবং অভিনেত্রী । এই দুই শর্ট ফিল্মের মূল ভাবনা তাঁর ।
একাধারে তাঁর অভিনীত দ্বৈত সিনেমা সম্পর্কে সর্বগুণসম্পন্না অভিনেত্রী জয়শ্রী খাড়া জানান, “ছোটবেলা থেকেই গল্প লিখতে ভালোবাসতাম, আর সেখান থেকেই সিনেমার স্ক্রিপ্ট লেখা শুরু। আমি সমাজের সেইসব বিষয়বস্তু নিয়ে কাজ করতে চাই যা এর আগে দর্শকেরা কখনো দেখেননি। ‘স্টিফেন কিং’, ‘টিম বার্টন’, ‘জনি ডেপ’ আমার লেখার অনুপ্রেরণা।এদিন অনুষ্ঠানে অতিথিদের সন্মাদনা প্রদান করা হয়। পাশাপাশি ছিল চোখে পড়ার মত দর্শকদের ভিড়। ছবির স্ক্রিনিং-এ হাজির ছিলেন সমাজের সকল শ্রেণীর বিশিষ্টজনেরা। অসাধারণ কাহিনীর পাশাপাশি জয়শ্রীর দুর্দান্ত অভিনয় দক্ষতা মন কেড়েছে সবার। জয়শ্রী ছাড়াও ছবির অন্যান্য কলাকুশলীদের অভিনয়ও অসাধারণ। পরিচালকদ্বয়ের এহেন গল্পের নিরীক্ষণ খুবই প্রশংসনীয়। এই দুই ছবির পরদে পরদে ছিল সাসপেন্সের ছোঁয়া যা শেষ পর্যন্ত সিনেমাপ্রেমীদের উৎসাহের পারদ বাড়াতে সক্ষম।
আপনাদের জানিয়েরাখি, বাংলার পাশাপাশি পরিচালক তথা অভিনেত্রী জয়শ্রী খাড়া হিন্দি ছবিও পরিচালনা করেছেন। খুব শীঘ্রই তিনি নিয়ে আসতে চলেছেন তাঁর পরিচালিত ফ্যামিলি থ্রিলার ছবি ‘মুখোশের আড়ালে’।
বাংলা শর্ট ফিল্ম “দি সাইকিয়াট্রিস্ট” এবং “কালচক্র” র স্ক্রিনিং……
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment