মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ১১ জুলাই, ২০২১। সরাসরি রাজনৈতিক ময়দানে না নামলেও বরাবরই প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কে নিয়ে রাজনীতি সরগরম। গত বিধানসভা নির্বাচনে রাজনৈতিক গুঞ্জন এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সৌরভ গাঙ্গুলি। তবে মাঝখানে শারীরিক অসুস্থতায় পড়ে যাওয়া ছাড়া অন্য কিছু দেখা যায় নি। গত বৃহস্পতিবার ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। ওইদিনই বেহালায় দাদার বাড়িতে হাজির হয়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছার ফুল মিস্টি তুলে দেন তিনি।আর এতেই বিতর্ক। সেই বিতর্ক বহুগুণ বাড়িয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ জানিয়েছেন – ‘ রাজ্যসভার সাংসদ করার প্রস্তাব নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী ‘। এহেন রটনায় সৌরভ ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন – ‘ আপাতত রাজনীতিতে নামতে চাইনা’। তবে তৃণমূল সূত্রে উড়িয়ে দেওয়া হয়েছে এই সাংসদ করার প্রস্তাব নিয়ে যাওয়ার বিষয়টি। এক তৃনমূল নেতা বলেন – ‘ দাদার প্রতি দিদি স্নেহপরায়ণ, তাই জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। অন্য কিছু নয়’। তৃণমূলের দুজন সাংসদ পদ ফাঁকা হয়েছে। দিনেশ ত্রিবেদী এবং মানস ভুঁইয়া। যশবন্ত সিনহা এই দুজনের মধ্যে একজন হবেন তা পুরোপুরি নিশ্চিত। অপর আসন টির জন্য দাদার কাছে গিয়েছিলেন দিদি, এইরকম অভিমত রাজনৈতিক মহলে। তবে সৌরভের সাথে বিজেপির দূরত্ব বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তা মানছেন অনেকেই।
বাংলার প্রিয় দিদি কে রাজনীতিতে ‘না’ মহারাজের….।
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘পায়ে পড়ি বাঘ মামা!’….।
- আমহার্স্ট স্ট্রিট থানার উদ্যোগে ১২১১ তম রক্তদান শিবিরে সাধারণ মানুষের বাঁধ ভাঙা উচ্ছাস….।
- একাদশ বার্ষিকী শ্রী চৈতন্য জন্মোৎসব ও মেলা….।
- ১০ তম প্রণব রথ ও হর গুরু শঙ্কর শিব শম্ভুর শতবর্ষ পালন….।
- ভালোবাসা দিবস ও চিকিৎসা বিজ্ঞানে ভালোবাসা, ৪৯৬ খ্রিস্টাব্দে পোপ প্রথম জেলাসিয়াস ভ্যালেন্টাইনের স্মরণে ফ্রেন্ড অব লার্ভাসের পক্ষ থেকে এই দিনটিকে ” ভ্যালেন্টাইন ডে ” বলে ঘোষনা করেন…. ৷
- বৌদ্ধধর্মের প্রচারে মাথা মুন্ডন করে দীক্ষা নিলেন কলকাতার অষ্টাদশী কলেজ পড়ুয়া শ্রেষ্ঠা বড়ুয়া….।
Be First to Comment