নিজস্ব প্রতিনিধি : কলকাতায় ৪ মার্চ ২০২৩। TV9 বাংলা আয়োজিত ‘ব্র্যান্ডস অফ বেঙ্গল’ শীর্ষক আলোচনাসভায় উঠে এল এমনই সব প্রশ্ন। উত্তরে নবীন-প্রবীণ শিল্পোদ্যোগীরা মোটামুটি একমত– প্রশাসনিক সহায়তায় আছে ঠিকই, কিন্তু বাধার পাহাড় টপকাতে নাছোড় মনোভাবের অনুশীলনেই লুকিয়ে সাফল্যের সেই চাবিকাঠি।
সূচনা লগ্ন থেকেই রাজ্যের হরেক সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধানের মঞ্চ তৈরিতে তৎপর TV9 বাংলা। এই ধারাতেই নতুন সংযোজন ‘ব্র্যান্ডস অফ বেঙ্গল’। এর আগে ‘বাঙালিয়ানা টেলিথন’ আয়োজন করে বাঙালির পুনর্জাগরণের রাস্তা খুঁজেছিল TV9 বাংলা। ‘ট্রেড ফেয়ার’-এ ক্রেতা-বিক্রেতাদের নিয়ে এসেছিল এক ছাদের তলায়। এবার ‘ব্র্যান্ডস অফ বেঙ্গল’ এ একত্রিত হলেন বাংলার সফল শিল্পোদ্যোগীরা। ‘ব্র্যান্ডস অফ বেঙ্গল’ অনুষ্ঠানটি সম্প্রচারিতও হবে TV9 বাংলায়, আগামী ৫ মার্চ, রবিবার বিকেল ৪টে থেকে।
গত ২৫ ফেব্রুয়ারি, স্বভূমির রাজকুটিরের রাসমঞ্চে ‘ব্র্যান্ডস অফ বেঙ্গল’-এ হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। TV9 বাংলার তৈরি ‘ব্র্যান্ডস অফ বেঙ্গল’ নামে একটি কফি টেবল বইয়েরও উন্মোচন করেন মন্ত্রী সুজিত বসু। সুজিত বাবুর মত, ছকে বাধা চাকরির বাইরে বাঙালির ব্যবসা-বাণিজ্যের মানসিকতা উস্কে দেবে TV9 বাংলার এই উদ্যোগ।
এই ‘ব্র্যান্ডস অফ বেঙ্গল’ আলোচনা ভাগ করা হয়েছিল চারটি ভাগে। যেমন বাংলায় ব্যবসার সহজপাঠ, বাংলায় স্টার্ট-আপ: সমস্যা ও সম্ভাবনা, বাঙালির শিল্প: কাল, আজ, কাল এবং বাংলার শিল্পে মেধার আকাল? অনুষ্ঠানের মঞ্চে মোট ২০ জন শিল্পোদ্যোগীকে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননাও জানাল TV9 বাংলা। TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের কথায়, ‘সততা ও বিশ্বাসযোগ্যতাই TV9 বাংলার ‘ব্র্যান্ডস অফ বেঙ্গল’-এর ভিত। সফলদের পাশাপাশি যাঁরা উৎকর্ষের জন্য লড়াই করছেন, আমরা সম্মানিত করেছি তাঁদেরও।’
Be First to Comment