সৌরভ দেবনাথ : বারদী, বাংলাদেশ, ৩০ এপ্রিল, ২০২৩। আজ ৩০ এপ্রিল রবিবার সকালে বারদী শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমের মন্দিরে মহাদেবের প্রতিমা ভাঙ্গার চেষ্টা করে এক দুষ্কৃতী। ঠিক এই সময় উপস্থিত পূজারীরা হামলাকারীকে হাতে নাতে ধরে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, বারদী, সোনারগাঁও, নারায়নগঞ্জ এ অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমের পুকুরের জলের উপরে প্রতিষ্ঠিত শিব ঠাকুরের মূর্তি ভাংচুরের চেষ্টা করে। ঘটনার সময় উপস্থিত লোকজন সাথে সাথে এই দুস্কৃতি কে দেখে ফেলে এবং আটক করে পুলিশের হাতে তুলে দেয়। উপস্থিত মানুষজন ও পূজারীরা কিছুতেই বুঝে উঠতে পারছে না এর পিছনে উদ্দেশ্যে টা কি!
শ্রী শ্রী লোকনাথ বাবার ভক্তগণ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়িছেন এবং অবিলম্বে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি তুলেছেন। প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছে দোষীকে যথাযত শাস্তির ব্যবস্থা করা হবে।
Be First to Comment