অশোক ব্যানার্জী :—
ব্রজ ধামে নন্দিত নন্দ দুলাল
বাঁশরীর ঝঙ্কারে সুর লয় তাল-
সেই সুরের মূর্ছনা যত দূরে ধায়
অপূর্ব সেই সুরে হৃদয় হারায়।
একশ গোপিনী আর রাধা বিনোদিনী
আহ্লাদে নেচে ওঠে রিনি ঠিনি ঠিনি।
বেহাগ রাগেতে বাঁশি ঝঙ্কারে যেই
রাধা নাচে অপূর্ব ভঙ্গিতে সেই।
ঠুমরীঠুমরী নাচে, রূপ ঢলো ঢল
বেহাগের মূর্ছনায় দুই চোখে জল।
বাঁশি বাজে এক টানা, বিচ্ছেদের সুর
পাগলিনী রাধা নাচে মদিরায় চূর !
বাঁশি বলে, এই বারে ছারো গো আমায়
অনেক যে কাজ বাকি এই
দুনিয়ায়।
মথুরাতে বহু কাজ, মহাভারতেও
আমার উপস্থিতি প্রয়োজনীয়।
আমিই নিমিত্ত, আমিই কারণ
মহাভারতে আছে আমার তাই
আবাহন ।
আমারই ইসারায় ধর্ম যুদ্ধ হবে
ধর্মের জয়ে এক দৃষ্টান্ত রবে ।
এটা আমার নির্দেশ,এইটাই রবে
অন্তিমে অধর্মের পরাজয় হবে।
কার্য কারণ নিয়েই এই জগতে
আমার আবির্ভাব এই বারেতে।
এই সব আছে জেনো পূর্ব নির্ধারণ
সাময়িক বিচ্ছেদের এটাই কারণ।
কৃষ্ণ রাধার প্রেম মহাভাব লয়ে
চির কাল থাকবে অমলিন হয়ে।
প্রকৃতি,পুরুষ মিলেই শক্তির প্রকাশ
রাধা আর কৃষ্ণে তারই যে আভাস !
অশোক ব্যানার্জী।
Be First to Comment