Press "Enter" to skip to content

বাঁচতে চেয়ে তোমাকে চেয়েছিলাম- স্বাধীনতা…….

Spread the love

‘মানুষ–বাদ’

দীপা দত্ত –

ইচ্ছমতো কাঁদবার
একটা আড়াল চাই,
তাই আমি তোমাকে
চেয়েছিলাম স্বাধীনতা।
তুমি এসেছো, তবে
ব্যবসার মোড়কে!
রঙিন কাগজে সেজে।

বারেবারে তোমার
হাতবদল হয়েছে;
শক্, হুণ, মোগল,
পাঠান, বৃটিশ……..
তোমার হাতবদল হয়েছে,
গালভরা নামও মিলেছে একটা-
গনতন্ত্র!
তারই মাঝে নামেরও
অ-নে-ক বাহার;
কমিউনিজম, লেনিনবাদ,
মার্কসবাদ—-
আসলে সেগুলো ছিলো
মনুষ্যত্ব-বাদ, মানুষ-বাদ।
যেখানে মানুষ আর তার
মনুষ্যত্ব নিয়ে চলে ডাংগুলি খেলা।

স্বাধীনতা মানুষের নয়-
ওটা যে-কোনো রাষ্ট্রনেতার-
বা তথাকথিত নেতার
আয়েসের মৌরুসীপাট্টা
যেখানে মতবাদগুলো
বদলে হয় সুবিধাবাদ।
মানুষের রাশিকৃত লাশের উপর
গালিচা বিছানো চাতালে
নেতারা জমায়েত করে;
অন্ন, বস্ত্র, বাসস্থান,
অক্ষরজ্ঞানহীন, দিগভ্রান্ত,
অসহায় মানুষের জমায়েত।
সেখানে অধিকার কথাটা
শেখানো হয়,
কিন্তু অধিকারের
জোগান থাকেনা;
জোগান তো বাঁটোয়ারা
হয়ে যায়,
শতাংশের নিক্তিতে।

মানবহৃদয় বিক্রি হয়ে গেছে,
তাই মানুষ মানুষকে মারার জন্য
অস্ত্রের জোগান বাড়ায়!
শকুন- শকুনের মাংস খায় না,
তারা হয়তো আমাদের জন্য
লজ্জা পায়।
মানবমস্তিস্ক আজ অসাড়,
তাই স্রষ্টাকে করে অস্বীকার।
যেখানে হরিণশাবক
হরিণীর মৃত্যুতে-
ব্যাঘ্রস্তন্যপান করে
জীবন পায়—–
তাই একটু নিশ্চিন্তে
বাঁচতে চেয়ে তোমাকে
চেয়েছিলাম- স্বা-ধীনতা।
কিন্তু তুমি এখন শুধু
কাগজে-কলমে,
এখন আড়াল খুঁজছ
স্বাধীনতা!
একটু কাঁদবে বলে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.