শতভিষা দত্ত, বাঁকুড়া, ২৯ জুন, ২০২১। অতিমারির মোকাবিলায় চলছে লকডাউন। কর্মহীন মানুষদের রুটি রুজি প্রায় বন্ধ। কাজ হারিয়েছেন বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে নাভিশ্বাস। নানা প্রান্ত থেকে সাহায্য চেয়ে অহরহ ডাক আসছে। করোনার আবহেও চলছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে নানা প্রকল্প। এই মুহুর্তে পিছিয়ে পড়া অংশের মানুষের দুর্দশা অবর্ণনীয়। দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ।
গঙ্গাজলঘাঁটি ব্লকের শালতোড়া দুই নম্বর ব্লকের গগড়া ও বড়শাল এই দুই অঞ্চলে ৩৩টি বুথ এলাকায় দরিদ্র অংশের মানুষের কাছে শুকনো খাবার ও জামাকাপড় তুলে দেওয়া হয়েছে বলে জানান মহাদেবানন্দজী মহারাজ। চিঁড়ে, বিস্কুট, মুড়ি, গুড়, সয়াবিন সহ নানা খাদ্য সামগ্রী প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে। তৎসহ মাস্ক, সাবান প্রভৃতি। বয়সে ছোট ও বড়দের নতুন জামাকাপড় ও মেয়েদের জন্য সরবরাহ করা হয়। প্রায়, ৮০০ পরিবারকে দেওয়া হয়েছে সহায়তা। ৭৫টি বাড়িতে এই সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হয়। স্থানীয় বিধায়ক চন্দনা বাউরি, বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার প্রমুখ এই সাহায্যদান পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আগামীদিনে ফের সাহায্য পৌঁছে দিতে উদ্যোগী ভারত সেবাশ্রম সঙ্ঘ বলে জানিয়েছেন সংস্থার প্রধান সম্পাদক স্বামী বিশ্ব আত্মানন্দজী মহারাজ। কলকাতার বালিগঞ্জ সদর দপ্তর থেকে সরাসরি সড়ক পথে দুর্গাপুর থেকে বড়জোড়া হয়ে প্রত্যন্ত এলাকায় পৌঁছতে বেশ সমস্যা হয়। রাস্তার অবস্থা খুবই খারাপ। এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে।
Be First to Comment