সুস্মিতা দাস: ২৫ জুন, ২০২০। রথ যাত্রা উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে একটা লাল পেয়ারা গাছ কিনে আনলাম বাড়িতে লাগাবো বলে।
আজ এই লাল পেয়ারা নিয়ে কিছু অজানা কথা এই লেখার মাধ্যমে দিলাম।
এই লাল পেয়ারাকে (Marroonguava) রেড আপেল বলা হয়। আনুমানিক ১০০ প্রজাতির পাওয়া যায় তার মধ্যে এটি একটি প্রজাতি। এই পেয়ারা অত্যন্ত পুষ্টিকর।
এই ফলকে অন্যান্য প্রজাতির থেকে আলাদা করে এর সুন্দর রং। এর পাতা, ফুল, ফল সবই বাইরে এবং ভিতরের রং লাল হয়।
এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন C, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এছাড়াও ভিটামিন বি বিদ্যমান।
উপকারিতা – এর পাতার রস ব্যাথা, আমাশয়, বহুমুত্র, ক্যান্সার প্রতিরোধী হিসেবে কাজ করে। এছাড়া কোষ্ঠকাঠিন্য, দৃষ্টি শক্তি বাড়াতে, কফ, দাঁতের ব্যাথা প্রভৃতি রোগ নিরাময় করে।
ছবি ~ গুগল থেকে সংগ্রহ করা এবং চারা গাছের ছবিটি আমার তোলা।
Be First to Comment