Press "Enter" to skip to content

বহরমপুরে মেরি ইমাকুলেট স্কুলে অনুষ্ঠিত হলো “৩ রা সিরাজউদ্দৌলা কাপ”…..।

Spread the love

সঞ্জয় সাহা, বহরমপুর, ১৫ই মে, ২০২৩:
গত ১৩ ও ১৪ই মে মুর্শিদাবাদের বহরমপুরে মেরি ইমাকুলেট স্কুলে অনুষ্ঠিত হলো “৩ রা সিরাজউদ্দৌলা কাপ”। এই প্রতিযোগিতার আয়োজক ছিল “ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ মুর্শিদাবাদ”। প্রতিযোগিতাটিকে অনুমোদন দিয়েছিল ভারতের ক্যারাটে সংস্থা “ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া”। এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ছিলেন “অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন”-এর সম্পাদক এবং KAI এর রেফারি কমিটি মেম্বার শিহান দেবাশীষ মন্ডল। উপস্থিত ছিলেন “অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন”-এর সভাপতি এবং “ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া”-র যুগ্ম সম্পাদক শ্রী বৈকুণ্ঠ সিং, “অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন”-এর কোষাধক্ষ্য সেনসি ভজু হেলা, সেনসি দেবল বোস, সেনসি অংশুজয় দাস, সেনসি অঙ্কুর রজক, মেরি ইমাকুলেট স্কুলের ভাইস প্রিনসিপাল সিস্টার এসকালিনা সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও শহর থেকে প্রায় ৪০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। বয়সের নিম্নসীমা ছিল ৬বছর। সেখানে যেমন সদ্য ক্যারাটেতে ভর্তি হওয়া ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল, তেমনি রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ভাগ নেওয়া প্রতিযোগীও অংশগ্রহণ করেছিল। আসলে ক্যারাটে তথা মার্শাল আর্ট আজকের দিনে শুধু একটা স্পোর্টস নয়, এটা আত্মরক্ষা এবং ডিসিপ্লিনের এক অপরিহার্য্য অঙ্গ হিসেবে প্রমাণিত। উল্লেখযোগ্য বিষয়টি হলো, এই প্রতিযোগিতায় মেয়েদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যেটা সমাজের নারীশক্তির বিকাশের সহায়ক হিসেবে উঠে আসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সর্বোপরি শিহান দেবাশীষ মন্ডলের তত্বাবধানে, শ্রী বৈকুণ্ঠ সিং-এর সহযোগিতায় এই প্রতিযোগিতাটি সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, এক বিশাল সাফল্যও অর্জন করেছে যেটা আগামী দিনে ক্যারাটেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

More from InternationalMore posts in International »
More from SportMore posts in Sport »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *