Press "Enter" to skip to content

বলিউড অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সতীশ কৌশিক হৃদরোগে আক্রান্ত হয়ে ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন…..।

Spread the love

*অভিনেতা-নির্মাতা সতীশ কৌশিক মারা গেছেন*

বাবলু ভট্টাচার্য : হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক। তার বয়স হয়েছিল ৬৭ বছর। বৃহস্পতিবার ভোর রাতে প্রয়াত হন তিনি।

জানা গেছে, দিল্লীতে এক বন্ধুর বাড়িতে অসুস্থ হয়ে পড়েন সতীশ। ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যেতে বলেন অভিনেতা। পথে গাড়িতেই রাত ১টার দিকে হার্ট অ্যাটাক হয় তাঁর।

হরিয়ানার মহেন্দ্রগড়ে ১৩ এপ্রিল ১৯৫৬ সালে জন্মগ্রহণকারী সতীশ কৌশিক দিল্লির কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হন। এরপর তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামা অ্যান্ড ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতেও পড়াশোনা করেন।

তিনি ১৯৮৩ সালে ‘জানে ভি দো ইয়ারো’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। তবে ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডার চরিত্রে অভিনয় করে অভিনেতা হিসেবে পরিচিতি পান তিনি। এরপর শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি।

১৯৯৩ সালে, ‘রূপ কি রানি চোরো কা রাজা’ দিয়ে, তিনি চলচ্চিত্র পরিচালনার জগতে পা রাখেন এবং প্রায় দেড় ডজন চলচ্চিত্র নির্মাণ করেন। সতীশ কৌশিক বহু চরিত্রে অভিনয় করেছেন, তাঁর কমেডিতে কোনো বিকল্প ছিল না আজও নেই।

‘জানে ভি দো ইয়ারো, মিস্টার ইন্ডিয়া, দিওয়ানা মাস্তানা, উড়তা পাঞ্জাবে সতীশের চরিত্র এখনও দর্শকের মনে জীবন্ত।

More from CinemaMore posts in Cinema »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.